শিরোনাম
◈ আসন ভাগাভাগি নিয়ে জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি জোটের টানাপোড়েন   ◈ বিশ্বকা‌পে বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রি চলছে ভার‌তে ◈ মুস্তাফিজের অসম্মান বিসিবির কা‌ছে গ্রহণ‌যোগ‌্য নয়, আমরা মর্মাহত : বুলবুল ◈ নির্বাচনী মঞ্চ ভাঙচুরের অভিযোগ, গাড়ির ওপর দাঁড়িয়েই বক্তব্য দিলেন রুমিন ফারহানা ◈ সেন্ট মার্টিনে মাছ উধাও, ঝাঁকে ঝাঁকে জেলিফিশের উপস্থিতি: সামুদ্রিক ভারসাম্যের বিপর্যয় নিয়ে শঙ্কায় গবেষকরা ◈ ৮ ম্যাচ খে‌লে ৬‌টি‌তে হার, কোচকে বিদায় ◈ প্রধান কোচ আমোরিমকে বরখাস্ত করলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ ভারত যেতে নারাজ বিসিবি: বিশ্বকাপ খেলতে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের ◈ ২০২৬ সালের সরস্বতী পূজা ও আশুরাসহ বেশ কিছু ছুটি বাতিলের খবর ভুয়া: প্রেস উইং ◈ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি: জামায়াত

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১০:২৬ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেট বোর্ড একদম ঠিক কাজ করেছে, মুস্তাফিজ বিতর্কে এবার বিসিসিআই-এর পাশে আজহার উ‌দ্দিন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই-এর নির্দেশ অনুযায়ী কেকেআর ছেড়ে দিয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটারকে। 

বোর্ডের এই সিদ্ধান্তের বীপরীত মেরুতে অবস্থান করছেন তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য মদনলাল। --- আজকাল

দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন আবার মুস্তাফিজুর-বিতর্কে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রশংসা করেছেন। 

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা তুলে ধরে আজহার বলছেন, ''বোর্ড খারাপ কিছু করেনি। বাংলাদেশে যা হচ্ছে তা ঠিক নয়। তবে খেলাধুলো সম্পূর্ণ আলাদা। বোর্ড বিদেশমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের  সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

কেকেআর তাঁকে ছেড়ে দেওয়ার পরে মুস্তাফিজুর নীরবতা ভেঙে বলেছেন, ''দল থেকে বাদ দেওয়া হলে কী করা যাবে?'' 

কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুরের সরে যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশও সোচ্চার হয়েছে। একে বাংলাদেশ ক্রিকেটের অবমাননা বলেই মনে করা হচ্ছে। সে দেশের ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছেন। সুর চড়িয়ে তিনি বলেছেন, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার যেন বন্ধ করা হয়। 

দুই দেশের প্রাক্তন ক্রিকেটার থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা জড়িয়ে পড়েছেন  মুস্তাফিজুর বিতর্কে। ঢেউয়ের মতো আছড়ে পড়ছে তাঁদের মন্তব্য। দুই দেশের পরিস্থিতি ঘোরাল হচ্ছে। খেলার মাঠের যোগবিয়োগ আর স্পোর্টিংলি নেওয়া হচ্ছে না। তা খেলাধুলোর গণ্ডি অতিক্রম করে আছড়ে পড়ছে অন্যক্ষেত্রেও। যার প্রভাব পড়ছে  দুই দেশের সম্পর্কে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়