শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাদীকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা মালেক হত্যা মামলায় নিহতের ভাই ও তার স্বজনরা যেন আদালতে গিয়ে সাক্ষী দিতে না পারে আসামীদের পক্ষ থেকে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নিহতের বড় ভাই আবু মুসা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ী মহল্লায় তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।

এতে নিহত মালেকের বড় ভাই ও মামলার বাদী আবু মুসা বলেন, ২০১৭ সালের ২৯ অক্টোবর তার এক মাত্র ছোট ভাই ও পৌর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেককে প্রকোশ্য দিবালকে সন্ত্রসীরা নিমর্মভাবে কুপিয়ে হত্যা করে।

উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করলে সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি ধামকী ও হয়রানী করার চেষ্ঠা করে। আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহনের তারিখ রয়েছে আগামী ২৮ জানুয়ারী।

২০ জানুয়ারী রাতে মালেক হত্যা মামলার প্রধান আসামীর ভাই হাফিজুরকে দিয়ে খড়ের পালায় আগুন দেয়ার অভিযোগ এনে আমার ও আমার ভাইদের নামে সিরাজগঞ্জ সদর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ দিয়ে হয়রানী করা হচ্ছে।

এই মিথ্যা মামলার বিষয়ে ব্যবস্থা গ্রহন ও আদালতে গিয়ে যেন সাক্ষী দিতে পারি এই জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা কামনা করছি। সংবাদ সম্মেলনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়