শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাদীকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা মালেক হত্যা মামলায় নিহতের ভাই ও তার স্বজনরা যেন আদালতে গিয়ে সাক্ষী দিতে না পারে আসামীদের পক্ষ থেকে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নিহতের বড় ভাই আবু মুসা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ী মহল্লায় তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।

এতে নিহত মালেকের বড় ভাই ও মামলার বাদী আবু মুসা বলেন, ২০১৭ সালের ২৯ অক্টোবর তার এক মাত্র ছোট ভাই ও পৌর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেককে প্রকোশ্য দিবালকে সন্ত্রসীরা নিমর্মভাবে কুপিয়ে হত্যা করে।

উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করলে সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি ধামকী ও হয়রানী করার চেষ্ঠা করে। আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহনের তারিখ রয়েছে আগামী ২৮ জানুয়ারী।

২০ জানুয়ারী রাতে মালেক হত্যা মামলার প্রধান আসামীর ভাই হাফিজুরকে দিয়ে খড়ের পালায় আগুন দেয়ার অভিযোগ এনে আমার ও আমার ভাইদের নামে সিরাজগঞ্জ সদর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ দিয়ে হয়রানী করা হচ্ছে।

এই মিথ্যা মামলার বিষয়ে ব্যবস্থা গ্রহন ও আদালতে গিয়ে যেন সাক্ষী দিতে পারি এই জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা কামনা করছি। সংবাদ সম্মেলনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়