শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটে কারচুপি হলেই সরকার পতনের আন্দোলন, বললেন আব্বাস

শিমুল মাহমুদ : সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে ১১তম দিনের প্রচার- প্রচারণা নামেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রচারণা অংশ নিতে সকাল ১০ টা থেকেই লোক সমাগম বাড়তে থাকে রিপোর্টার্স ইউনিটির সামনে। এ সময় নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তির শ্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক হোসেন বলেন, আজকে আমার বয়স নিয়ে তাচ্ছিল্য করার চেষ্টা করছেন সরকার দলীয়রা। আমি তরুণ ভোটারদের বলতে চাই, আপনারা যারা তরুণ প্রজন্ম রয়েছেন, আমার পক্ষে ভোট দিবেন, পক্ষে দাড়াবেন। আমরা এদেরকে ভুল প্রমাণিত করবো। আমরা তরুণরা তাদের থেকে কম না। আমরাও পারি নেতৃত্ব দিতে।

ইশরাক বলেন, ১৩ বছর যাবত ক্ষমতাসীন সরকার দুই সিটি পরিচালিত করছে। কিন্তু তাদের অর্জনটা কি? আজকে সরকার দলীয় প্রার্থীরা বলছেন, তারা অচল ঢাকাতে সচল করবেন। তার মানে কি? গত নয় বছরে তারা ঢাকাকে অচল করে ফেলেছিলেন। এটি জনগণের একটি প্রশ্ন।

প্রচারণায় অংশ নিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ ঢাকাকে ধ্বংস করে ফেলেছে। এই অবস্থা থেকে ঢাকাকে বাঁচাতে হবে। আমি মেয়র ছিলাম। ইশরাকের বাবা মেয়র ছিলেন। আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকাকে সুন্দর করে গড়ে তুলব। ঢাকাকে দূষণ, নোংরা, যানজটমুক্ত করব।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনে ইভিএম মানি না। এতে ভোট কারচুপি হলেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়