শিমুল মাহমুদ : সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে ১১তম দিনের প্রচার- প্রচারণা নামেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রচারণা অংশ নিতে সকাল ১০ টা থেকেই লোক সমাগম বাড়তে থাকে রিপোর্টার্স ইউনিটির সামনে। এ সময় নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তির শ্লোগান দিতে দেখা যায়।
সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক হোসেন বলেন, আজকে আমার বয়স নিয়ে তাচ্ছিল্য করার চেষ্টা করছেন সরকার দলীয়রা। আমি তরুণ ভোটারদের বলতে চাই, আপনারা যারা তরুণ প্রজন্ম রয়েছেন, আমার পক্ষে ভোট দিবেন, পক্ষে দাড়াবেন। আমরা এদেরকে ভুল প্রমাণিত করবো। আমরা তরুণরা তাদের থেকে কম না। আমরাও পারি নেতৃত্ব দিতে।
ইশরাক বলেন, ১৩ বছর যাবত ক্ষমতাসীন সরকার দুই সিটি পরিচালিত করছে। কিন্তু তাদের অর্জনটা কি? আজকে সরকার দলীয় প্রার্থীরা বলছেন, তারা অচল ঢাকাতে সচল করবেন। তার মানে কি? গত নয় বছরে তারা ঢাকাকে অচল করে ফেলেছিলেন। এটি জনগণের একটি প্রশ্ন।
প্রচারণায় অংশ নিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ ঢাকাকে ধ্বংস করে ফেলেছে। এই অবস্থা থেকে ঢাকাকে বাঁচাতে হবে। আমি মেয়র ছিলাম। ইশরাকের বাবা মেয়র ছিলেন। আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকাকে সুন্দর করে গড়ে তুলব। ঢাকাকে দূষণ, নোংরা, যানজটমুক্ত করব।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনে ইভিএম মানি না। এতে ভোট কারচুপি হলেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।