শিরোনাম
◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এএফসি চ্যাম্পিয়ন্স লীগের খেলায় অংশ নেবে না ইরানি ক্লাবগুলো

রাশিদ রিয়াজ : এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি’র রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইরানের ফুটবল ক্লাবগুলো ২০২০ সালের এএফসি চ্যাম্পিয়ন্স লীগের বাকি খেলাগুলোতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

এএফসি চ্যাম্পিয়ন্স লীগে ইরানি টিমগুলোর বাকি যেসব খেলা ইরানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এএফসি'র পক্ষ থেকে সেগুলোকে ‘নিরপেক্ষ ভেন্যুতে’ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়ার পর ইরানি ক্লাবগুলো তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল।

ইরানের ক্লাবগুলো এএফসি’র সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে উল্লেখ করে বলেছে, যতদিন ফের ইরানের মাটিতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়া না হচ্ছে ততদিন ইরানি টিমগুলো এএফসি চ্যাম্পিয়ন্স লীগের খেলায় অংশ নেবে না।

এশিয়ান লীগে বর্তমানে ইরানের চারটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে তেহরান এসতেগলাল, তেহরান পার্সপোলিস, ইস্পাহান সেপাহান এবং মাশহাদ শাহরে খোদরো।

এএফসি তার নয়া সিদ্ধান্তের কারণ হিসেবে ইরানে নিরপত্তাহীনতার কথা উল্লেখ করলেও ওই চার ক্লাবের পক্ষ থেকে গতকাল (শনিবার) এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আলে খলিফাকে এক যৌথ চিঠিতে জানানো হয়েছে, ইরানে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠানের মতো যথেষ্ট নিরাপত্তা রয়েছে। কাজেই এসব ক্লাব স্বাগতিক দল হিসেবে নিজেদের মাটিতে যেসব ম্যাচ খেলবে বলে কথা ছিল সেসব ম্যাচ তারা ইরানের বাইরে খেলতে রাজি নয়। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়