স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা। ওপেনার হিসেবে দ্রুততম সাত হাজার রান পূর্ণ করলেন তিনি। ছাড়িয়ে গেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও হাশিম আমলাকে।
রাজকোটে ৪২ রানের ইনিংস খেলে এই রেকর্ড স্পর্শ করেন রোহিত। ১৩৭ ইনিংসে সাত হাজার রানের ক্লাবের সদস্য হলেন হিটম্যান। দ্বিতীয় স্থানে রইলেন আমলা। এ মাইলফলক স্পর্শ করতে তার লেগেছিলো ১৪৭ ইনিংস। শচীন এ কীর্তি গড়েন ১৬০ ইনিংস খেলে।
এর আগে ভারতের হয়ে তিনজন ওপেনার সাত হাজার রানের ঘরে পৌঁছান। তারা হলেন– সৌরভ গাঙ্গুলী, বীরেন্দ্র শেবাগ ও শচীন টেন্ডুলকার।
তবে এদিন ৪৪ রান থেকে মাত্র ৪ রান করতে পারলেইসব পজিশন মিলে ৯ হাজার ক্লাবে প্রবেশ করতেন তিনি। মূলত মিডলঅর্ডার ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার শুরু করেন রোহিত। পরে ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে ওপেনার হিসেবে খেলান তখনকার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই থেকে শুরু হয় তার ওপেন করা।