জেরিন মাশফিক : অপ্রস্তুত পরিস্থিতিতে পরে শেষমেশ সাইবার সেলের দ্বারস্থ হলেন মুম্বইয়ের মডেলিং দুনিয়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী নতাশা সুরি।
নতাশা একাধারে সুপার মডেল এবং প্রাক্তন মিস ইন্ডিয়া। বিশ্ব সুন্দরীর দৌড়ে চূড়ান্ত দশেও পৌঁছছেন তিনি। সম্প্রতি মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার দ্বারস্থ হয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন রেমেদিওস নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এককালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ডাউনি ব্রাউনের ডেটিং সঙ্গী এই সুপারমডেলের দাবি, এক ওয়েবসাইটের অশালীন কন্টেন্টে এবং নগ্ন ছবিতে নাতাশাকে ট্যাগ করে দেন ফ্লাইন রেমেদিওস। এরপরই নাতাশা তাঁর আইনজীবী মাধব ভি থোরাতের পরামর্শ নিয়ে বুধবার তার নামে একটি এফআইআর করেন। সম্পাদনা : ভিক্টর রোজারিও