বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অন্যতম সংগঠন সহকারী পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। এতে ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে পুরো প্যানেল নিয়ে জয়ী হয়েছে কাজী মনির-আবুল বাশার পরিষদ।
নবনির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে টেলিভিশন এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর'স অর্গানাইজেশন অব বাংলাদেশ (ট্যাডোব) নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিএফডিসিস্থ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির কার্যালয়ের সামনে এই শুভেচ্ছা জানান তারা।
এসময় টেলিভিশন এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর'স অর্গানাইজেশন অব বাংলাদেশ(ট্যাডোব) এর সভাপতি জীবন রায়, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক গাজী (রাজ্জাক রাজ),
যুগ্ম-সাধারণ সম্পাদক অপূর্ব রানা, দপ্তর সম্পাদক শফিউল বি. জিতু প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে উভয় সংগঠনের নেতৃবৃন্দ একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সাংগঠনিক ক্ষেত্রে একে অপরের সহযোগিতার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন।