শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০১:৪১ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

গিয়াস উদ্দিন : চট্টগ্রামের পটিয়ায় সাংবাদিক জাবেদুর রহমানের উপর শুক্রবার সকালে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। সাংবাদিক জাবেদুর রহমানকে সন্ত্রাসীরা দা কিরিছ দিয়ে কুপিয়ে হাত ও পায়ে মারাত্বকভাবে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর বর্তমান চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক জাবেদুর রহমান নগরীতে বসবাস করার কারণে একটি সন্ত্রাসী গ্রুপ বাড়ি ঘর অবৈধভাবে দখলে নেয়ার চেষ্টা করেন। খবর পাওয়ার পর চট্টগ্রাম নগরী থেকে সাংবাদিক জাবেদুর রহমান বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব ভাটিখাইন গ্রামের বাড়িতে যান। বাড়িতে গিয়ে দেখতে পান সকালে স্থানীয় সন্ত্রাসী নিয়াজ ও এরাশাদের নেতৃত্বে বসত ভিটার জায়গার উপর জোর পূর্বক রাস্তা নির্মাণ করেন।

বিষয়টি জানতে চাইলে ভিটে মাটির উপর কে রাস্তা নির্মাণ করছে এটা বলার সাথে সাথে সন্ত্রাসীরা হামলা লাঠি সোঠা দা কিরিচ নিয়ে হামলা চালায়।

সাংবাদিক জাবেদুর রহমানের উপর হামলার ঘটনায় স্থানীয় সন্ত্রাসী শওকত হোসেনের পুত্র নিয়াজুর রহমান (৩৬), মৃত শফিকুর রহমানের পুত্র এরশাদ হোসেন (৪৫) সহ ১৫ জনের বিরুদ্ধে সাংবাদিক জবেদ বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ করেন। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়