সুজন কৈরী : রাজধানীর সূত্রাপুর, চকবাজার ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১০। আটককৃতরা হলো- মো. সম্রাট (২৪), মো. রজ্জক আলী (৪৫), মো. আমির হোসেন অনিক (২৬) ও মো. ইমাম হোসেন (৩৫)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।
শুক্রবার রাতে র্যাব-১০ জানিয়েছে, ব্যাটালিয়নের সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে শুক্রবার সূত্রাপুরের চামারটুলী এলাকায় অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ সম্রাট ও রজ্জককে আটক করে। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে ৩ টি মোবাইল জব্দ করা হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার রাতে ব্যাটালিয়নের সিপিসি-৩ লালবাগের কোম্পানি কমান্ডার মেজর মো. আনিসুজ্জামানের নেতৃতে চকবাজারের দেউরী এলাকায় অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবাসহ অনিককে আটক করে। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে ৭ হাজার ২৫ টাকা এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার ব্যাটালিয়নের সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১০১ বোতল ফেনসিডিলসহ ইমাম হোসেন নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। তার কাছ থেকে নগদ ৩১ হাজার ৮শ’ টাকা জব্দ করা হয়েছে।