রাশিদ রিয়াজ : প্রত্যর্পণের বিরুদ্ধে ভারতের শীর্ষ শিল্পতি বিজয় মালিয়ার পাঁচটি বক্তব্যের মধ্যে অন্তত একটি যুক্তিযুক্ত বলে মনে করেছে ব্রিটিশ আদালত। যে কারণে মামলাটি সাধারণ শুনানির জন্য গ্রহণ করা হয়। ছেলে সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে এদিন আদালতে হাজির হয়েছিলেন ৬২ বছর বয়সী ভারতীয় শিল্পপতি। আইনি জটিলতায় ফের থমকে গেল বিজয় মালিয়াকে ভারতে ফেরানোর প্রক্রিয়া। ফেরার এই শিল্পপতিকে ভারতের কাছে প্রত্যর্পণের নির্দেশে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব সাজিদ জাভিদ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনের জন্য মঙ্গলবার মালিয়াকে অনুমতি দিল লন্ডন হাইকোর্ট। টাইমস অব ইন্ডিয়া
এর অর্থ এবার লন্ডন হাইকোর্টে বিজয় মালিয়া মামলাটি পূর্ণ শুনানির জন্য উঠবে। প্রত্যর্পণের সিদ্ধান্তের বিরুদ্ধে মালিয়ার করা আবেদন মৌখিক ভাবে শুনতে রাজি হয়েছিল লন্ডন হাইকোর্ট। সেই অনুসারে মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির এজলাসে বিষয়টি ওঠে।