শিরোনাম
◈ আ. লীগ নেতার ভাগ্নের ব্যবসা নিয়ে এনসিপি নেত্রীর দরকষাকষির অডিও ফাঁস ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৯:৩৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর ঝুঁকি নিয়ে পারাপার ৬৬ বছরের জরাজীর্ণ লঞ্চ

মুসবা তিন্নি : ৬৬ বছরের পুরনো জরাজীর্ণ লঞ্চে নারায়ণগঞ্জ বন্দর থেকে যাত্রী পারাপার করা হচ্ছে। চরম ঝুঁকিপূর্ণ হওয়ার পরও এমন লঞ্চকে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। এমন একটি নয়, বেশ কয়েকটি লঞ্চের একই অবস্থা। দুর্ঘটনার ঝুঁকিতে থাকা এসব লঞ্চ যেকোনো সময় অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হতে পারে। আরটিভি অনলাইন

আরামদায়ক ও কম খরচ হওয়ায় যাত্রীদের বেশ পছন্দ নদীপথ। তবে কিছু অসাধু লঞ্চমালিক এ পথকে অনিরাপদ করে রেখেছেন। তাদের এক একটি লঞ্চ যেন, এক একটি মৃত্যুফাঁদ। ‘এমএল মুন্সিগঞ্জ’ তেমনই একটি। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটে চলাচলকারী লঞ্চটি ১৯৫৩ সালে তৈরি। বয়সের ভারে অনেক আগেই চলাচলের যোগ্যতা হারিয়েছে। তবু এটি দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। মালিকের এমন অপকর্মের সাহায্যকারী, সার্ভেয়ারও ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত এটিকে ফিট ঘোষণা করে সনদ দিয়েছেন।

একই রুটের ‘হীরাশিকো’ নামে লঞ্চের অবস্থা আরও করুণ। জায়গায় জায়গায় ভাঙাচোরা। তলদেশের ফুটো দিয়ে পানি ওঠে। এসব ক্ষত মেরামতে বাধ্য করা দূরে থাক, উল্টো আগামী নভেম্বর পর্যন্ত ফিটনেস সনদ দিয়েছেন সার্ভেয়ার। এমন নাজুক অবস্থার কারণে ভ্রাম্যমাণ আদালতের সাজাও পেতে হয়েছে। তাতেও কাজ হয়নি।

‘দারাশিকো’ নামে লঞ্চটির অবস্থা আরও ভয়াবহ। সামান্য বৈরী আবহাওয়া মোকাবেলার ক্ষমতা নেই, অথচ উত্তাল পদ্মা পাড়ি দিয়ে নিয়মিত চাঁদপুরের মতলবে যাতায়াত করে। ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। অথচ ফিটনেসহীন এসব লঞ্চের দায় নিতে রাজি নন বন্দর কর্মকর্তা। নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জানালেন সার্ভে অনিয়ম তদন্ত করার কথা। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়