শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৮:২২ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২০ এশিয়া কাপ পাকিস্তানেই হবে, বললেন এহসান মানি

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে পাকিস্তানে সফরত শ্রীলঙ্কা দলে গাড়ি নরকীয় হামলার শিকার হয়। তারপর থেকে দেশটিতে কোনো বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় না। আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে মরিয়া দেশটির ক্রিকেট বোর্ড। তাই আসন্ন ২০২০ এশিয়া কাপে আয়োজন করে ঘরের মাঠে ক্রিকেট ফিরাতে মরিয়া তারা।

তাই আসন্ন ২০২০ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান এহসান মানি। মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় সকলের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি বলেন। যে কোন মূল্যেই এই টুর্নামেন্টের আয়োজক দেশ হতে চায় পাকিস্তান।

স¤প্রতি শ্রীলংকা, জিম্বাবুয়ে এবং বিশ্ব একাদশ পাকিস্তান সফরে গিয়ে দেশটির নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে। তাই এশিয়া কাপে অংশ নেয়া সকল দেশগুলোর সমর্থনে পাকিস্তানকে সুযোগ দেয়া হয়েছে আসন্ন আসরটি আয়োজন করার।

পাকিস্তান এবং ভারতের মধ্যে রাজনৈতিক কলহ থাকার কারণে আগামী এশিয়া কাপে পাকিস্তানের অংশ গ্রহণ নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে এহসান মানি সর্বাত্মক চেষ্টায় আছেন এশিয়া কাপের আগামী আসরের আয়োজক দেশ পাকিস্তানকে করার। মানি বলেন, ‘২০২০ এশিয়া কাপ পাকিস্তানে আয়োজন করার সিদ্ধান্ত গত সভায় সকলের সম্মতিক্রমে নেয়া হয়েছিল। মঙ্গলবার অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় সিদ্ধান্তটি পুনরায় নিশ্চিত করা হয়েছে। আমাদের লক্ষ্য আসরটি পাকিস্তানে ধরে রাখা।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের অনুমতি পেলে ২০২০ এশিয়া কাপ পাকিস্তানে গিয়ে খেলায় তাদের কোন সমস্যা নেই। তারা জানায়, ‘প্রতি বছরই আয়োজক দেশ পরিবর্তন হয়। গত বছর ভারতের পালা ছিল আয়োজন করার। কিন্তু তারা টুর্নামেন্টটির দায়িত্ব আরব আমিরাতকে দিয়ে দিয়েছে। আয়োজক দেশের দায়িত্ব টুর্নামেন্টটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করা এবং অংশ নেয়া দেশগুলোর দেখভাল করা। টুর্নামেন্টের আগ মুহূর্তে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। নিয়ম অনুসারে বিসিসিআই অনুমতি চেয়ে সরকারের কাছে চিঠি লিখবে। যদি সরকারের পক্ষ থেকে যাওয়ার অনুমতি দেয়া হয় তাহলে ভারত খেলবে, না হয় না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়