শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১২:৪০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিবাগে পুলিশের ওপর হামলায় আইএস’র সংশ্লিষ্টতা পাওয়া যায়নি

খালিদ আহমেদ: সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এ তথ্য জানিয়ে বলেন, ‘হামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আইএস’র দায় স্বীকারের বিষয়টি আমাদের নজরে এসেছে। ’

রোববার রাত ৮টা ৫৩ মিনিটে মালিবাগ মোড়ে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ওই গাড়িতে থাকা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার এবং রিকশাচালক লাল মিয়াসহ দুই পথচারী আহত হন।

এ ঘটনার পর দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস। টুইটারে দেয়া এক পোস্টে এ তথ্য জানায় জঙ্গি তৎপরতা বিষয়ক খবরের ওয়েবসাইট ‘ইন্টেলিজেন্স’। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে সংঘটিত কোনও হামলার ঘটনায় আইএস’র দায় স্বীকারের খবর পাওয়া গেলো।

হামলার পর পুলিশের সব ইউনিটকে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

মো. সোহেল রানা জানান, মালিবাগে পুলিশের গাড়িতে হামলার বিষয়ে সংশ্লিষ্ট ইউনিটকে করণীয় বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া, বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়