শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১২:৪০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিবাগে পুলিশের ওপর হামলায় আইএস’র সংশ্লিষ্টতা পাওয়া যায়নি

খালিদ আহমেদ: সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এ তথ্য জানিয়ে বলেন, ‘হামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আইএস’র দায় স্বীকারের বিষয়টি আমাদের নজরে এসেছে। ’

রোববার রাত ৮টা ৫৩ মিনিটে মালিবাগ মোড়ে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ওই গাড়িতে থাকা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার এবং রিকশাচালক লাল মিয়াসহ দুই পথচারী আহত হন।

এ ঘটনার পর দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস। টুইটারে দেয়া এক পোস্টে এ তথ্য জানায় জঙ্গি তৎপরতা বিষয়ক খবরের ওয়েবসাইট ‘ইন্টেলিজেন্স’। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে সংঘটিত কোনও হামলার ঘটনায় আইএস’র দায় স্বীকারের খবর পাওয়া গেলো।

হামলার পর পুলিশের সব ইউনিটকে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

মো. সোহেল রানা জানান, মালিবাগে পুলিশের গাড়িতে হামলার বিষয়ে সংশ্লিষ্ট ইউনিটকে করণীয় বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া, বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়