মাসুদ আলম : রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় রাস্তা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ৯ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির সামনে রাস্তা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
রূপনগর থানার এসআই পরিমল চন্দ্র সরকার বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রাস্তা থেকে এক কণ্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স হবে সর্বোচ্চ ১ দিন। মায়ের পেটের নাড়িটাও কাটা হয়নি। সদ্য ভূমিষ্ঠ এই শিশুটিকে ফেলে গেছে। নবজাতকটি আশেপাশের কোনও ভবনের ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ যাচাই বাচাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
তবে স্থানীয়রা বলছেন, নবজাতকটির শরীরে আঘাতের চিহৃ রয়েছে। নবজাতকটি দেখলে বুঝা যায় এটি কোনো ভবন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।