শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ১১:৩৬ দুপুর
আপডেট : ২০ মে, ২০১৯, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাখ টাকার জামদানি, স্বকীয়তার গৌরব আভিজাত্যের ছোঁয়া

নিউজ ডেস্ক :  সামনে ঈদ। কত রকমের কেনাকাটা! কিন্তু জামদানি তো জামদানিই। এর মতো স্পেশাল আর হয় না। বাঙালীর হারানো গৌরব মসলিনের উত্তরাধিকার জামদানি। নিজস্ব রুচি ও আভিজাত্যকে তুলে ধরছে। আজকের দিনে এ কাজে নানা প্রতিকূলতা। এর পরও পূর্বপুরুষের ঐতিহ্য বাঁচিয়ে রেখেছেন রূপগঞ্জের কারিগররা। সারা বছর, হ্যাঁ, জামদানি পল্লীতে কাজ করেন। তাদের বুনা শাড়ি ঢাকায় আসে। আসে বটে। নকল আর সস্তার ভিড়ে প্রকৃত যা, খুঁজে নেয়া কঠিন হয়ে যায়।  জনকণ্ঠ।

এ অবস্থায় শৌখিন ক্রেতাদের জন্য দারুণ খবর এই যে, বংশ পরম্পরায় জামদানির কাজ করা শিল্পীরা রাজধানীর একটি মেলায় অংশগ্রহণ করেছেন। শিল্পকলা একাডেমিতে গত বৃহস্পতিবার থেকে চলছে বিশেষ এই জামদানি মেলা ও প্রদর্শনী। একাডেমির সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক-এর আয়োজন করেছে। চিত্রশালা প্লাজার নিচে বেশ কয়েকটি স্টল। যে যার মতো করে পসরা সাজিয়েছেন।

রবিবার সেখানে গিয়ে দেখা যায়, অল্প পরিসরে জামদানির ভাল একটি সংগ্রহ। শাড়িগুলো এমনভাবে মেলে ধরা হয়েছে যাতে জমিনটা সুন্দর দৃশ্যমান হয়। কাপড়ের গায়ে কেমন যেন মায়া লেগে আছে। অধিকাংশ ক্ষেত্রে কোন চাকচিক্য নেই। হালকা মিষ্টি রং। চোখে এক ধরনের আরাম দেয়। জমিনে কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতার বহির্প্রকাশ ঘটেছে। পাড় এবং আঁচলে করা হয়েছে আলাদা ডিজাইন। এভাবে শাড়িগুলোকে স্পেশাল করে তোলার প্রয়াস লক্ষ্য করা যায়। জামদানিগুলোতে বিভিন্ন লোকজ ফর্ম ব্যবহার করা হয়েছে। কটন ও হাফসিল্ক কাপড়ে ফুল পাতা মাছ পাখি ইত্যাদির ফর্ম। অনেকেই জানেন, এসব ফর্মের সঙ্গে মিল রেখে জামদানির নামকরণ করা হয়। এই যেমন জলপাড়, পান্নাহাজার, দুবলাজাল, সাবুরগা, বলিহার, শাপলাফুল, ময়ূরপ্যাঁচপাড়, বাঘনলি, কলমিলতা, চন্দ্রপাড়, ঝুমকা ইত্যাদি।

খ্যাতিমান জামদানি শিল্পী সবুজ মিয়া ছিলেন নিজের স্টলেই। তিনি বললেন, ‘কিছু ডিজাইন আমাদের বাপ-দাদার আমল থেকেই আছে। যেমন ধরেন আঙ্গুরলতা, করলা পাড়, ইঞ্চি পাড়, পানপাতা পাড়, বেলপাতা পাড়, হাঁসফুল, জুঁই ফুল, সন্দেশ ফুল, পোনা ফুল, হজপাতা তেড়ছি, ডালিম তেড়ছি- এইরকম আর কী।’ নিজের হাতে তৈরি কয়েকটি শাড়ি ভাঁজ খুলে এই প্রতিবেদককে দেখান তিনি। জড়িযুক্ত গর্জিয়াস একটি শাড়িতে জুঁই ফুল ফুটিয়ে তোলার চেষ্টা। তার ভাষায়Ñ জুঁই ফুলের ঝুপ্পা। ঘন কাজ করা শাড়ির দাম ৬০ হাজার টাকা বলে জানান তিনি। আরেকটি শাড়িতে ছোট ছোট সূক্ষ্ম কাজ করা হয়েছে। নাম হাজার বুটি। দাম ২৫ হাজার টাকা। ভাল জামদানি বিবেচনায় এমন দাম খুব স্বাভাবিক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়