শিরোনাম
◈ এসএমই মেলা-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত

প্রকাশিত : ০৮ মে, ২০১৯, ০৩:৪৫ রাত
আপডেট : ০৮ মে, ২০১৯, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ১৭মে মুক্তি পাচ্ছে বিশ্বকাপের ‘থিম সং’

স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ৩০ তারিখ ইংল্যান্ড ও ওয়েলসে পদঅ উঠছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। ক্রিকেটের এই আসর গুলোতে অন্যতম আকর্ষণ থাকে থিম সংয়ের প্রতি। যা কি না বাজতে থাকে পুরো টুর্নামেন্ট জুড়ে। খানিক দেরিতে হলেও আসন্ন বিশ্বকাপের সেই থিম সং প্রকাশ করতে যাচ্ছে আইসিসি।

বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহের মতো সময় বাকি থাকতে ১৭ মে ‘স্ট্যান্ড বাই’ শীর্ষক এ গানটির মুক্তি দেবে আইসিসি। যুক্তরাজ্যের অন্যতম সফল ব্যান্ড রুডিমেন্টালের সঙ্গে নতুন গায়কের লরিন মিলে গেয়েছেন এ গানটি।

রুডিমেন্টালের অন্যতম সদস্য পিয়েরস অ্যাগেট থিম সংটির ব্যাপারে বলেন, ‘আমাদের বৈচিত্র্যতাকে উদযাপন করাই মূলত আমাদের ব্যান্ডের বার্তা। অবশ্যই আমাদের বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। তবে আমরা লন্ডনের ব্যান্ড। যেটা বিশ্বের অন্যতম বৈচিত্রপূর্ণ শহর। গানটির মাধ্যমে আমরা পৃথিবীর বৈচিত্রতাকে তুলে ধরতে চাই। এটিই আমাদের লক্ষ্য।’

বিশ্বকাপের থিম সংটি ১৭ মে সবার জন্য প্রকাশিত হলেও আইসিসির সঙ্গে রুডিমেন্টালের পার্টনারশিপের ঘোষণা দেয়া হবে বুধবার সন্ধ্যায়। যা প্রচারিত হবে যুক্তরাজ্যভিত্তিক রেডিও চ্যানেল বিবিসিতে। এ সময় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ উপস্থিত থাকবেন।

বিশ্বকাপের নির্বাহী পরিচালক স্টিভ এলওয়ার্থি এ ব্যাপারে বলেন, ‘খেলাধুলার মঞ্চে সঙ্গীতের যে প্রভাব ও গুরুত্ব তা মেনে নেয়া ছাড়া উপায় নেই। খেলোয়াড়দের উজ্জীবিত করা থেকে শুরু করে দর্শকদের জন্য একটা পরিচিত সুর প্রয়োজন। আমি নিশ্চিত এ থিম সংটা বিশ্বকাপের প্রাণ হয়ে থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়