শিরোনাম
◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ ◈ ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় কৃষিজমির মাটি সংগ্রহের দায়ে ৫ ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহের দায়ে পাঁচটি ইটভাটাকে মোট ১৩ লাখ টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার চৌয়ারা, গলিয়ারা ও জোড়কানন পশ্চিম ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেন, সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানকালে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহের প্রমাণ পাওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী জরিমানা করা হয়। এর মধ্যে চৌয়ারা ইউনিয়নের ফুনকা ব্রিকসকে ৫ লাখ টাকা, গলিয়ারা ইউনিয়নের লিজা ব্রিকসকে ২ লাখ টাকা এবং জোড়কানন পশ্চিম ইউনিয়নের রহমান ব্রিকস, ইউনূস ব্রিকস ও ইলিয়াছ ব্রিকসকে পৃথকভাবে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।

আইনের ৫ (১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি ইট প্রস্তুতের উদ্দেশ্যে কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করে কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবেন না। একই আইনের ১৫ (১) ধারায় উল্লেখ রয়েছে, এ বিধান লঙ্ঘন করলে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, কৃষিজমির মাটি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। অবৈধভাবে মাটি সংগ্রহকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়