শিরোনাম
◈ প্রস্তাবিত আচরণবিধি: নির্বাচনী প্রচারে নতুন কড়াকড়ি, বিদেশে সভা-সমাবেশ ও পোস্টার নিষিদ্ধ ◈ ভারত ভেঙে ছোট ছোট দেশ গঠনের প্রস্তাব অস্ট্রিয়ার অর্থনীতিবিদের ◈ আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ ডাকসুতে বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন ◈ পুলিশের নজর বিশেষ সাড়ে ৩ ঘন্টায়, কি হতে চলেছে ঢাকায়? (ভিডিও) ◈ ২০১৪ সালে বাংলাদেশের নির্বাচনে কৌশলগত ভুল করেছিল ভারত: প্রফেসর শ্রী রাধা দত্ত (ভিডিও) ◈ হকি বিশ্বকাপের বাছাই প‌র্বে খেলার সম্ভাবনা জাগা‌লো বাংলাদেশ ◈ তালা দিবা, হাতাহাতি করবা তোমরা আর ইলেকশন আমাকে করে দিতে হবে: রাবি ভিসির ক্ষোভ (ভিডিও) ◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ও আসন্ন নির্বাচনী রাজনীতি‌তে কোন সমীকরণ কাজ কর‌ছে ◈ পর্যাপ্ত প্রমাণ মেলেনি, ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পা‌কিস্তা‌নের ক্রিকেটার হায়দার আ‌লি 

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ০৯:৩০ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধবদীর খড়িয়ায় ৪ সন্তানের জননী’র আত্মহত্যা

খন্দকার শাহিন : নরসিংদীর মাধবদীতে স্বামীর নির্যাতন সইতে না পেরে ৪ সন্তানের জননী সুমী (২৮) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সুমী কাঠাঁলিয়া ইউনিয়নের খড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। রবিউল(৩৫) একই এলাকার মৃত: আমিন উদ্দিন এর ছেলে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে নিহতের বাড়িতে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষ পান করে সুমী। এতে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুমীকে মৃত ঘোষণা করেন। সুমীর স্বজনরা তার স্বামীর বিচার দাবী করেন। ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছে বলে জানান স্বজনরা।

স্থানীয়রা জানায়, রবিউল ইসলামের সংসারে একটি ছেলে ও তিনটি কন্যা সন্তার রয়েছে, তিনি প্রায় সময় তার স্ত্রী সুমীকে মারধর করতেন। গতরাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে জানায় তারা।

নিহতের ভাই সেলিম জানান, সুমী বিষ পান করেছে, পরে তার শ্বশুর বাড়ীর লোকেরা ঢাকা মেডিকেলে নেয়ার পথেই সে মারা যায়। পরে শুক্রবার দুপুরে ঢামেক থেকে পুলিশ মামলা ও ময়না তদন্ত শেষে সুমীর মরদেহ গ্রামের বাড়ীতে আনা হয়।

তবে স্থানীয় ইউপি সদস্য আবদুল হাই মুঠোফোনে জানান, কি কারনে সুমী মারা গেছে, তা সঠিক বলেতে পারছেন না তিনি। এ বিষয়ে নিউজ না করার জন্যও তিনি বলেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, কাঠালিয়া ইউনিয়নে সুমী নামে গৃহবধূ আত্মহত্যা করেছে, এমন কোন অভিযোগ থানায় আসে নাই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়