শিরোনাম
◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশকে কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিল সৌদি আরব ◈ খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে, আগামী ১২ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ: ডা. সিদ্দিকী (ভিডিও) ◈ যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল! ◈ ৬ ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস ঘোষণা নিয়ে চরম রাজনৈতিক উত্তেজনা ◈ বিজয় দিবসকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ০৯:৩০ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধবদীর খড়িয়ায় ৪ সন্তানের জননী’র আত্মহত্যা

খন্দকার শাহিন : নরসিংদীর মাধবদীতে স্বামীর নির্যাতন সইতে না পেরে ৪ সন্তানের জননী সুমী (২৮) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সুমী কাঠাঁলিয়া ইউনিয়নের খড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। রবিউল(৩৫) একই এলাকার মৃত: আমিন উদ্দিন এর ছেলে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে নিহতের বাড়িতে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষ পান করে সুমী। এতে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুমীকে মৃত ঘোষণা করেন। সুমীর স্বজনরা তার স্বামীর বিচার দাবী করেন। ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছে বলে জানান স্বজনরা।

স্থানীয়রা জানায়, রবিউল ইসলামের সংসারে একটি ছেলে ও তিনটি কন্যা সন্তার রয়েছে, তিনি প্রায় সময় তার স্ত্রী সুমীকে মারধর করতেন। গতরাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে জানায় তারা।

নিহতের ভাই সেলিম জানান, সুমী বিষ পান করেছে, পরে তার শ্বশুর বাড়ীর লোকেরা ঢাকা মেডিকেলে নেয়ার পথেই সে মারা যায়। পরে শুক্রবার দুপুরে ঢামেক থেকে পুলিশ মামলা ও ময়না তদন্ত শেষে সুমীর মরদেহ গ্রামের বাড়ীতে আনা হয়।

তবে স্থানীয় ইউপি সদস্য আবদুল হাই মুঠোফোনে জানান, কি কারনে সুমী মারা গেছে, তা সঠিক বলেতে পারছেন না তিনি। এ বিষয়ে নিউজ না করার জন্যও তিনি বলেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, কাঠালিয়া ইউনিয়নে সুমী নামে গৃহবধূ আত্মহত্যা করেছে, এমন কোন অভিযোগ থানায় আসে নাই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়