শিরোনাম
◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ◈ তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ ◈ খালেদা জিয়ার কন্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়েছে একটি চক্র (ভিডিও) ◈ জামায়াতসহ ইসলামপন্থি দলগুলো কি নির্বাচন প্রলম্বিত করতে চাইছে ◈ নেপালের বিরু‌দ্ধে দু‌টি আন্তর্জা‌তিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ চিঠিতে মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে: গভর্নর আহসান এইচ মনসুর ◈ এনসিপির নেতাকর্মীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম: দুর্ভোগ কমানোর বদলে সৌন্দর্য বর্ধনে ব্যস্ত ঠাকুরগাঁও প্রশাসন

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ০৫:৫৪ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম পাতা ফাঁকা রেখে ভারতীয় অবরোধের প্রতিবাদ জানালো কাশ্মীরি দৈনিক

আব্দুর রাজ্জাক : ভারত সরকার কাশ্মীরি পত্রিকায় বিজ্ঞাপন দেয়া বন্ধ করায় অভিনব কায়দায় প্রতিবাদ জানানো হয়েছে। কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর প্রায় অর্ধশত সদস্য নিহত হওয়ার জেরে ভারত সরকারের সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে প্রথম পাতা ফাঁকা রেখে পত্রিকা ছাপিয়েছে কাশ্মীর রিডার ও গ্রেটার কাশ্মীর। আল-জাজিরা, রকেট নিউজ

রোববার প্রকাশিত ইংরেজি ও উর্দু দৈনিক দুটিতে প্রথম পাতাগুলো ফাঁকা রাখা হয়েছে। এবং মাঝখানে লেখা ছিলো যে, বিজ্ঞাপন দেয়ার অঘোষিত নিষেধাজ্ঞার প্রতিবাদে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কাশ্মীরের গণমাধ্যমগুলোর সম্পাদকদের সংগঠন কাশ্মীর এডিটরস গিল্ড (কেইজি) ও অন্যান্য সাংবাদিকরা। গণমাধ্যম কর্মীরা শ্রীনগরে রোববার মিছিলের আয়োজন করে সরকারের অবরোধের প্রতিবাদ জানায় এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করে।

কেইজি এক বিবৃতিতে জানায় যে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞাপন বন্ধ করার যেমন কোন বিজ্ঞপ্তি দেয়া হয়নি। আবার বিজ্ঞাপন না দেয়ার ব্যাপারেও কোন সংস্থা ব্যাখ্যা দেয়নি।

উল্লেখ্য, ভারতের পত্রিকাগুলো মূলত সরকারি বিজ্ঞাপনের ওপর নির্ভর করে টিকে থাকে। তাই সরকারি বিজ্ঞাপন ছাড়া পত্রিকা টিকিয়ে রাখা অনেকটাই অসম্ভব। পুলওয়ামা ঘটনায় বিজ্ঞাপন বন্ধ করায় পত্রিকা দুটি তাদের পাতা সংখ্যা হ্রাস করে যথাক্রমে ২০ ও ১৬ থেকে ১২ তে নামিয়ে আনতে বাধ্য হয়েছে। তাই আগামী ১৫ দিনের মধ্যে ব্যাখ্যাসহ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানিয়েছে কেইজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়