শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরেফিন সিদ্দিক মনে করেন, যে কোনো দলের ছাত্র সংগঠনগুলো তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে

খায়রুল আলম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আআমস আরেফিন সিদ্দিক বলেছেন, বিএনপি ও তাদের ছাত্র সংগঠন দুটি আলাদা বিষয়। তাই তাদের সব সিদ্ধান্ত এক হবে তা কিন্তু নয়। বিএনপি ঢাকা উত্তর সিটি নির্বাচনে যাচ্ছে না, স্থানীয় সরকার নির্বাচনে যাচ্ছে না, এটি তাদের দলীয় সিদ্ধান্ত। আর ছাত্রদল ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে এটি হয়তো তাদের সিদ্ধান্ত। কারণ তাদের ছাত্র সংগঠন টিকিয়ে রাখতে হলে ডাকসু নির্বাচনটি একটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বামদলগুলোও তাদের প্যানেল ঘোষণা করেছে। এটি ডাকসু নির্বাচনের জন্য ভালো দিক। তবে অতীতেও আমরা একটি বিষয় লক্ষ করেছি, সব দলের সমর্থক ছাত্র সংগঠনগুলো নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিয়েছে এবং এসব সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদের আছে বলে আমি মনে করি। ডাকসু নির্বাচনে ছাত্রদল, বামদল অংশগ্রহণ করাটি তাদের ইতিবাচক সিদ্ধান্ত। আমি আশা করি শেষ পর্যন্ত নির্বাচনে থেকে তারা প্রতিদ্বদ্বিতায় অংশগ্রহণ করবে। ডাকসু নির্বাচনকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে পরিণত করবে। তবে যেকোনো নির্বাচন আসলেই দলীয় অ্যাকটিভ নেতারা সবাই চায় প্রার্থী হতে। কিন্তু সবাইকে তো আর প্রর্থী করা যায় না, তখন মনোমালিন্য হয় ডাকসু নির্বাচনে ছাত্রলীগের এ সমস্যা দেখা গেছে। আমি আশা করি তারা সাংগঠনিক আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান করবে। যেহেতু সব দলের ছাত্র সংগঠন নির্বাচনে অংশ নিচ্ছে, তাই নিজেদের মধ্যে সমস্যা থাকলে নির্বাচনে লাড়াই করা কঠিন হবে। সব দলই যেন তাদের সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন করে সেটির জন্য আমি তাদের প্রতি আহ্বান জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়