শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নূহ-উল-আলম লেনিন বললেন, বিএনপি দিশেহারা হয়ে পড়েছে, একদিকে উপজেলা এবং ঢাকা সিটি নির্বাচনে অংশগ্রহণ করছে না, অন্যদিকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে

লিয়ন মীর : লেখক ও গবেষক ড. নূহ-উল-আলম লেনিন বলেছেন, বিএনপি রাজনৈতিক অঙ্গনে একের পর এক ভুল সিদ্ধান্ত গ্রহণ করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনবিচ্ছিন্ন বিএনপি এখন দিশেহারা, সিদ্ধান্ত গ্রহণে দিকবিদিক ছুটছে। স্বাধীনতাবিরোধীদের সাথে জোটবদ্ধ থাকা এই দলটি একদিকে উপজেলা এবং ঢাকা উত্তর সিটি উপনির্বাচনে অংশগ্রহণ করছে না আবার অন্যদিকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে। একটি রাজনৈতিক দলের এমন সিদ্ধান্ত নেতৃত্বহীনতার বহিঃপ্রকাশ। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিলেও বিএনপি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, এটা ভালো সিদ্ধান্ত, তাদের স¦াগত জানাই। কিন্তু তারা উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনে যাচ্ছে না। এটা দ্বিমুখী আত্মঘাতী সিদ্ধান্ত। নিজেরাই নিজেদের ধ্বংসের খেলায় মেতেছে। বিএনপি সকালে যেটা সাদা বলছে, বিকালে সেটা কালো বলছে। এক প্রশ্নের জবাবে নূহ-উল-আলম লেনিন বলেন, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে যাচ্ছে না। এটা বিএনপির গণবিরোধী সিদ্ধান্ত। দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার জন্য। জনগণের সুবিধা-অসুবিধা জাতীয় সংসদে উপস্থাপন করার জন্য। মানুষের দাবি তুলে ধরার জন্য। কিন্তু বিএনপি সেটা করছে না। এর ফলে বিএনপি ধীরে ধীরে জনগণ থেকে এতো দূরে সরে যাবে, যেখান থেকে বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়