শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৪, ০৮:৪৭ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৪, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলিয়ান ব্রুনোর গোলে আবাহনীর স্বস্তি

স্পোর্টস ডেস্ক: তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। সেই প্রভাব পড়েছে আবাহনী লিমিটেড ও শেখ রাসেলের মধ্যকার ম্যাচেও। প্রচণ্ড গরমে দুই দলের স্বাভাবিকভাবে খেলতে সমস্যা হচ্ছিল। তারপরও নিজস্ব গতিতে এগিয়েছে ম্যাচ।

শুক্রবার (২৬ এপ্রিল) বসুন্ধরা কিংস অ্যারেনাতে প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনী লিমিটেড কষ্টার্জিত জয় পেয়েছে। ব্রাজিলিয়ান ব্রুনো রোচার লক্ষ্যভেদে ১-০ গোলে শেখ রাসেলকে হারিয়ে স্বস্তি খুঁজে পেয়েছে দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির দল। দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসি ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। 

এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে যেতে কষ্ট করতে হয়েছে আবাহনীকে। প্রথমার্ধে তারা একবারই বলার মতো গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি তারা।

বিরতির পর ৭৪তম মিনিটে গোছালো আক্রমণ থেকে এগিয়ে যায় আবাহনী। বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে ব্রুনোর হেড ক্রসবারে লেগে প্রতিহত হলেও ফিরতি শটে গোলপোস্টের সামনে থেকেই লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান।

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।
প্রথমার্ধের ২৬তম মিনিটে রাশেদুল ইসলাম ফর্টিসকে এগিয়ে নেন। ৩৭তম মিনিটে দলের দ্বিতীয় গোল করেন পা ওমার বাবু। পরে পেনাল্টি থেকে ৫০ মিনিটে ব্যবধান কমান ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনি।

১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সূত্র: বাংলা ট্রিবিউন

আবাহনীর সমান ম্যাচে শেখ রাসেল ষষ্ঠ হারে আগের ১১ পয়েন্টে অষ্টম স্থানে অবস্থান করছে। ফর্টিস চতুর্থ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। রহমতগঞ্জ পঞ্চম হারে আগের ১০ পয়েন্টে ১০ম স্থানে আছে।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়