শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৪, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডিয়ার মা’ হচ্ছেন জয়া আহসান (ভিডিও)

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। সিনেমাটির পরিচালক ছিলেন অনিরূদ্ধ রায় চৌধুরী।এই নির্মাতার আরেক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। নাম ‘ডিয়ার মা’।

[৩] এই সিনেমার মাধ্যমে এক দশক পর বাংলা সিনেমার পরিচালনায় ফিরছেন অনিরূদ্ধ। হিন্দিতে ‘পিঙ্ক’, ‘লস্ট’, ‘কড়ক সিং’ বানানোর পর আবারও বাংলা সিনেমায় হাত দিয়েছেন গুণী এই নির্মাতা। সূত্র: আনন্দবাজার

[৪] সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান।সিনেমায় জয়ার স্বামীর চরিত্রে অভিনয় করবেন চন্দন রায় সান্যাল। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা শাশ্বত চট্টপাধ্যায়।

[৫] গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, রক্তের সম্পর্কের চেয়েও ভালোবাসার সম্পর্ক জোরালো হয়। মেয়েকে বড় করার মাধ্যমে মায়ের জীবনের উত্তরণ হয়। সে পরিপূর্ণ হয়। সিনেমায় বাবা-মা ও সন্তানের সম্পর্কের বিশেষ দিক উঠে আসবে পর্দায়।কিছু গল্প আছে, যেগুলো নিজের ভাষাতে বলতে ইচ্ছা করে, তেমনই এক সিনেমা ‘ডিয়ার মা’। হিন্দিতে সিনেমা করলেও বাংলা সব সময় আমার মনের কাছেই ছিল। ভবিষ্যতে হিন্দি-বাংলা দুই ভাষাতেও সিনেমা বানাব।’

[৬] নতুন সিনেমা ‘ডিয়ার মা’ নিয়ে উচ্ছ্বসিত জয়া নিজেও।সিনেমার বিস্তারিত প্রকাশ করছেন নিজের সামাজিকমাধ্যমে। লেখেন, ‘কড়ক সিং’র পর দ্বিতীয় দফায় সুযোগ দেওয়ার জন্য অনিরূদ্ধ রায় চৌধুরীকে কৃতজ্ঞতা জানাই। দ্রুতই শুরু হবে শুটিং।’

[৭] জানা গেছে, মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে সিনেমার শুটিং।এর আগে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ওয়ার্কশপ করে নিচ্ছেন পরিচালক।  

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Xn9sm6yVANE?si=BjS_BkPc9UsdE2Sx" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

  • সর্বশেষ
  • জনপ্রিয়