শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৯ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসটিআই’র অভিযান পেট্রোল পাম্পসহ ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

স্বপ্না চক্রবর্তী : ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৮ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

বৃহষ্পতিবার টাঙ্গাইল ও গাজীপুর এলাকায় বিএসটিআই’র ২টি সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত ৮টি প্রতিষ্ঠানের মধ্যে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাকুল্লা বাজার এলাকার মেসার্স টাঙ্গাইল মিষ্টি মেলা, মেসার্স টাঙ্গাইল মিষ্টি মুখ, মেসার্স জয়দুর্গা মিষ্টি ভান্ডার, মেসার্স টাঙ্গাইল মিষ্টির সমাহার ও মেসার্স শ্রী শ্রী লক্ষী নারায়ন মিষ্টান্ন ভান্ডার এর দইয়ের পাতিলে ওজনে কম, ঘি পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি উল্লেখ না থাকায় এবং ডিজিটাল প্লাটফরম স্কেলের বিএসটিআই হতে ভেরিফিকেশন সার্টিফিকেট গ্রহণ না করে ব্যবহার করার দায়ে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়া বাসাইল উপজেলার করটিয়া এলাকার মেসার্স হাজী ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম প্রদানসহ আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের মেয়াদ উত্তীর্ণ ক্যালিব্রেশন সার্টিফিকেট ব্যবহারের দায়ে মামলা দায়ের করা হয়।

গাজীপুর জেলার সদর এলাকায় বিএসটিআই’র আরেকটি সার্ভিল্যান্স টিমের মাধ্যমে মেসার্স ইউনিক টেইলার্স এন্ড বস্ত্রালয় ও মেসার্স ঢাকা টেইলার্স এন্ড বস্ত্রালয় কাপড় বিক্রয়ে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করার অপরোধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন লঙ্ঘিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক, মোঃ রেজাউল করিম, মোঃ মোন্নাফ হোসেন, সঞ্জয় কুমার সরকার ও পরিদর্শক মোঃ লিয়াকত হোসেন, মোঃ রাকিবুল আলম, মোাঃ বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়