হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি: ইন্টারনেটের আসক্তি ও এর কুফল নিয়ে দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে "ইন্টারনেট আসক্তি ও আমাদের তারুণ্য " শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারী) কলেজটির সমাজকর্ম বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডি.এম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শুভদ্বীপ বিশ্বাস। সেমিনারে অর্থনীতি বিভাগের প্রধান ড. প্রফেসর রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল বিভাগের ছাত্রছাত্রীগণ অংশগ্রহণ করেন। এ সময় ইন্টারনেটের বিভিন্ন কুফল সম্পর্কে আলোচনা করা হয়।