শিরোনাম
◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে মার্কিন অ্যাডমিরাল ও ৬ কংগ্রেসম্যানের উদ্বেগ

সান্দ্রা নন্দিনী : বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের চিফ অ্যাডমিরাল ফিলিপস ডেভিডসন ও মার্কিন কংগ্রেসের প্রভাবশালী ৬ আইনপ্রণেতা। তাদের ভাষ্য, বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা প্রচলনের চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনোকমিক টাইমস

মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে সাক্ষ্য দেওয়ার সময় ডেভিডসন এবিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেন। ডেভিডসনের সাক্ষ্যের কয়েকঘণ্টা পর মার্কিন হাউজের ফরেন অ্যাফেয়ার্স কমিটি প্রধান এলিট এঞ্জেলের নেতৃত্বে ছয়জন আইনপ্রণেতা দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে একটি চিঠি লেখেন। যেখানে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় ‘সময়োপযোগী পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানানো হয়।

কংগ্রেস শুনানিতে সাক্ষ্য দিতে এসে ডেভিডসন বলেন, ‘বাংলাদেশের ৩০ ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের ক্ষমতা আকড়ে ধরে থাকার প্রবণতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের আকাংক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে।’

যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার উল্লেখ করে ডেভিডসন বলেন, সন্ত্রাসদমন, সহিংস ধর্মীয় মৌলবাদ হ্রাসকরণ, মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ এবং সর্বোপরি জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে অংশ নেওয়ার কারণে দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষিত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ বলে বিবেচিত।

অন্যদিকে, ছয়জন আইনপ্রণেতা পম্পেওকে লেখা চিঠিতে বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে ওঠা কারচুপি ও ভোটাধিকার কেড়ে নেওয়ার বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা উচিৎ। আমরা বাংলাদেশের চলমান গণতন্ত্রের নেতিবাচক গতিধারায় খুবই উদ্বিগ্ন। তাই গ্রহণযোগ্যতার অভাব থাকা দেশটির ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে ওঠা যাবতীয় গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর বিষয়ে একটি সময়োপযোগী পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়