শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪০ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেক্সাসে ট্রাম্পের রাজনৈতিক প্রচারণা ঘিরে ব্যাপক বিক্ষোভ

নূর মাজিদ : সীমান্ত দেয়াল নির্মাণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান তার নির্বাচনী প্রতিশ্রুতিরই বাস্তবায়ন। এই নিয়ে বিরোধী দল ডেমোক্রাটদের সঙ্গে তার রাজনৈতিক বিরোধের প্রেক্ষাপট নতুন নয়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সঙ্গে মেক্সিকোর সীমানার দৈর্ঘ্য ৩ হাজার ১৪৫ কিলোমিটার। গত সোমবার সেই টেক্সাস সফরে গিয়েই পাল্টা বিক্ষোভের সম্মুখীন হলেন ট্রা¤প। দ্য গ্লোব, ওয়াশিংটন এক্সামিনার

এই বিক্ষোভ আয়োজনের পুরোধায় ছিলেন ডেমোক্রাট দলের সাবেক কংগ্রেসম্যান বেটো ও-রোর্ক। সোমবার টেক্সাসের এল পাসো শহরে ট্রাম্প এবং বেটো ও-রোর্ক পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ করেন। এই সময় তারা পরস্পরবিরোধী উত্তপ্ত রাজনৈতিক বক্তব্যও প্রদান করেন।

মূলত, ‘ও-রোর্কের নেতৃত্বে হাজার হাজার মানুষ ট্রা¤প বিরোধী বিক্ষোভে অংশ নেন। তাদের উদ্দেশ্যে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ও-রোর্ক বলেন, আমাদের এই শহর আমেরিকার সবচাইতে সুরক্ষিত একটি শহর। এই শহর ট্রাম্পের দেয়ালের কারণে নয় বরং দেয়াল নির্মাণের প্রতি জনগণের মাঝে যে ক্ষোভ রয়েছে সেই কারণে সুরক্ষিত।’ তিনি ট্রাম্পের বিরুদ্ধে দেয়াল নির্মাণ নিয়ে মিথ্যাচার, বর্ণবাদি মানসিকতা এবং জনগণের মাঝে শরণার্থীদের নিয়ে মিথ্যে ভয় ছড়িয়ে দেয়ার অভিযোগও করেন। এই সময় ও-রোর্ক ‘ইমিগ্রেন্টস মেক আমেরিকা গ্রেট’ লেখা সম্বলিত একটি বেসবল ক্যাপ পড়ে ছিলেন।

ও-রোর্কের সমাবেশস্থল থেকে মাত্র ২শ গজ দূরে এল পাসো কাউন্টি কলোসিয়ামে ট্রা¤প নিজ রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দেন। ট্রাম্প এই ডেমোক্রাট রাজনীতিবিদকে স্বভাবসুলভ তাচ্ছিল্য করে বলেন, এই সুযোগে বেটো নিজের প্রচারণা বেশ ভালোই চালিয়ে যাচ্ছেন। আমাদের সবাইকে এমন একজন যুবক চ্যালেঞ্জ জানিয়েছেন যিনি আমাদের রিপাবলিকান দলের প্রার্থী ট্রেড ক্রুজের কাছে সিনেট নির্বাচনে হেরে গেছেন। এই সময় ট্রাম্পের সমর্থকেরা ‘ফিনিশ দ্য ওয়াল’ লেখা সম্বলিত ব্যানার বহন করছিলেন।

এল পাসোতে ট্রাম্প আবারো বলেন, শরণার্থীদের ক্যারাভান এবং মাদক চোরাচালানী, ধর্ষক ও অপরাধীদের দল থেকে দেয়ালের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা দিতে পারবেন। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ও-রোর্কের সঙ্গে এটিই ট্রাম্পের প্রথম সরাসরি রাজনৈতিক সংঘাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়