সুজন কৈরী : রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ সাঈদ হোসেন নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। শনিবার সকালে বিমানবন্দরের ডমেস্টিক কাউন্টার সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
ডিএনসির গুলশান সার্কেলের পরিদর্শক মো. শামসুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডমেস্টিক কাউন্টারের সংলগ্ন গাড়ি পার্কিয়ের স্থানে অভিযান চালানো হয়। এ সময় সাঈদকে আটক করা হয়। পরে তার কাছে একটি শপিং ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, কক্সবাজার থেকে ইয়াবাগুলো এনেছেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।