সাইদুল ইসলাম ,লন্ডন : লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত এলাকা পুর্ব লন্ডনে অবৈধ অভিবাসী অাটকে অভিযান শুরু হয়েছে। কয়েক মিনিট আগে ( লন্ডন সময় বিকেল ৩টা ৫০ মিনিটে) পুর্ব লন্ডনের ইষ্ট লন্ডন মসজিদের পেছনে ব্লক রেইড শুরু করে হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম। পুলিশও তাদের সঙ্গে রয়েছে।
টীমের একজন মুখপাত্র জানান, অবৈধ অভিবাসী আটকে হোম অফিসের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চলছে। তাৎক্ষনিকভাবে ঐ স্থান থেকে কতজনকে অাটক করা হয়েছে তা জানাতে পারেন নি তিনি।
ইমিগ্রেশন আইনজীবি সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার বলেন, এ অভিযান আইনের অংশ। যারা এ অভিযানে আটক হবেন তাদেরও আইনের আশ্রয় নেবার সুযোগ রয়েছে।