নিউজ ডেস্ক: রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন সুরকার আলাউদ্দিন আলী। ২৬ জানুয়ারি রাতে সেখানে তাঁকে দেখতে গিয়ে গান শোনালেন সামিনা চৌধুরী!
বিষয়টি জানিয়েছেন সামিনা নিজেই, “ডাক্তার আশীষ বলেছিলেন আলাউদ্দিন চাচার অবস্থা ভালো না। তার পরও আমি চাচার স্ত্রী মিমির সঙ্গে দেখা করতে যাই। মিমি যখন বলল আজ একটু নড়েছে, তখন বললাম ভেতরে গিয়ে চাচাকে একটা গান শুনিয়ে আসি। ভেতরে গিয়ে দেখি চাচার চোখ স্থির হয়ে আছে। কাছে গিয়ে ‘একবার যদি কেউ ভালোবাসত’ গানটি গাইলাম। অবিশ্বাস্য হলেও সত্য, গানটি শুনে চাচা কেঁদে উঠলেন। তখন আমাদের সবার চোখেও পানি। গানটি আমি আবার গাইলাম। তারপর একটার পর একটা গান গাইতে থাকলাম।
ডাক্তার বলেন, আপনি গান গাইবার পর তিনি রেসপন্স করেছেন। গান কী জিনিস তা ভাবছি!”
সামিনা আরো বলেন, ‘অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা হলো। সিনেমায় এমন দেখেছি। আজ বিশ্বাস করলাম। মনে হচ্ছে, এখনো একটা ঘোরের মধ্যে আছি।’ কালের কণ্ঠ