শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৪:০৪ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা আমেরিকাতে ভিন্ন গ্রুপে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

আর কয়েকমাস বাদেই ফুটবলবিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যাবে। একপাশে ব্রাজিলভক্ত অন্যপাশে আর্জেন্টিনার ভক্তবৃন্দ। তাছাড়া ফুটবল ভক্তদের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগই নেই এই বছরে। ২ জুন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এরপর ১৪ জুন ব্রাজিলের মাঠে গড়াবে ফুটবলের প্রাচীনতম আসর কোপা আমেরিকা।

ব্রাজিল-বলিভিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াই। আসরের ফাইনাল গড়াবে ৭ জুলাই। রিও ডি জেনিরোতে কাল অনুষ্ঠিত হয়েছে কোপা আমেরিকা গ্রুপপর্বের ড্র। আর তাতে গ্রুপপর্বে দেখা না হওয়া নিশ্চিত হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের।

ব্রাজিল ভক্তদের জন্য সুখবর। ‘এ’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ তুলনামূলক সহজ। পেরু, ভেনেজুয়েলা ও বলিভিয়াকে মোকাবেলা করবে সেলেকাওরা। ঘরের মাঠের টুর্নামেন্ট, তাই ব্রাজিল এমনিতেও ফেবারিট। বাকি এগারো দলের মধ্যে ফর্ম ও র‌্যাঙ্কিংয়েও তারা এগিয়ে।

শেষ বিশ্বকাপেও লাতিন আমেরিকার একমাত্র দল হিসেবে কোয়াটার ফাইনালে উঠেছিল ব্রাজিল। তবে শেষ ২০০৭ কোপা জেতা সেলেকাওরা নিজ মাঠে শিরোপা উপহার দিতে পারবেন কি না, সেই চাপ তো থেকেই যাচ্ছে।

আর্জেন্টিনার ভক্তদের জন্য কিছুটা চাপ থাকবে। ব্রাজিলের চেয়ে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে দলটি। ‘বি’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ- কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। রাশিয়া বিশ্বকাপের পর আকাশি-সাদা জার্সিতে মেসিকে দেখা না গেলেও, দেশের হয়ে একটি বড় টুর্নামেন্ট জেতার সুযোগ হাত ছাড়া করতে চাইবেন না আর্জেন্টিনা বার্সেলোনা তারকা মেসি, এমনটাই ধারণা করা হচ্ছে। ১৫ জুন কলম্বিয়ার মুখোমুখি হয়ে কোপা শিরোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

কোপায় গত দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে গ্রুপপর্বেই দিতে হবে কঠিন পরীক্ষা। উরুগুয়ের সঙ্গে লড়তে হবে দলটিতে। ‘সি’ গ্রুপে চিলির বাকি দুই প্রতিপক্ষ-জাপান ও ইকুয়েডর।

কোপা আমেরিকার গ্রুপিং
গ্রুপ এ : ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু
গ্রুপ বি : আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার
গ্রুপ সি : উরুগুয়ে, ইকুয়েডর, জাপান ও চিলি

  • সর্বশেষ
  • জনপ্রিয়