শিরোনাম
◈ বিনিয়োগের নামে প্রতারণা: সোনিয়া বশির কবিরের বিরুদ্ধে ৮০ কোটি টাকার অভিযোগ ◈ সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ ◈ আগামী পাঁচ বছ‌রের মধ্যে তীব্র তাপপ্রবাহ ও বন্যার মারাত্মক ঝুঁকিতে পড়‌বে দক্ষিণ এশিয়া   ◈ বাংলা‌দে‌শে ওয়াহাবি-সালাফি কারা, এরা আলোচনায় কেন ◈ বিপিএলে খেল‌বে নোয়াখালী  ◈ বরখাস্ত করা হোক কোচ গৌতম গম্ভীরকে, উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া ◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৬:১১ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন অবরোধ উপেক্ষা করায় গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করেছে ‘স্ল্যাক’

আব্দুর রাজ্জাক : মার্কিন অবরোধের প্রভাব এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুক্তরাষ্ট্র যে সব দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেসব দেশের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকটি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ল্যাক। বিবিসি

স্ল্যাক বৃহস্পতিবার তাদের সফ্টওয়ারটির ব্যবহারকারিদের একটি তালিকা প্রকাশ করেছে। যে সব নাগরিক ইরান ও উত্তর কোরিয়া সফর করেছে তাদের নাম এই তালিকায় রাখা হয়েছে।

তেহরান ও পিয়ংইয়ং এর ওপর যুক্তরাষ্ট্র কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে রেখেছে। তাই এই দেশগুলো সফর করায় মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ ও অবরোধের দ্বারা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই নীতির আলোকেই তালিকাটি প্রস্তুত করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সফ্টওয়ারটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্ল্যাক এটি করতে পারে না, তারা কোনরকম পূর্বশতর্কতা না দিয়েই অ্যাকাউন্টগুলো বন্ধ করেছে বলে ব্যবহারকারীরা অভিযোগ করেছে। অনেকেই আবার বলছেন যে, তাদের অ্যাকাউন্টগুলো ভুল ক্রমে বন্ধ করা হয়েছে কারণ তারা নিষেধাজ্ঞা আরোপের আগেই ইরান ও উত্তর কোরিয়া ভ্রমন করেছেন।

তবে শুধু ব্যবহারকারীই নয়, কিউবা, সিরিয়া ও ক্রিমিয়া থেকেও এই চ্যাটিং অ্যাপটি চালানো বন্ধ করা হয়েছে বলে স্ল্যাক জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়