আব্দুর রাজ্জাক : গো-রক্ষার নামে বিভিন্ন অভিযোগে মুসলিমদের পিটিয়ে মেরে ফেলছে ভারতীয় উগ্রহিন্দুত্ববাদিরা। বিগত ৩ বছরে অন্তত ৮০ জন মুসলিম এমন হত্যাকা-ের শিকার হয়েছেন। হতাশাজনক ব্যাপার হলো, মাত্র কয়েকটি ঘটনা বিচারের আওতায় আনা হয়েছে এর মধ্যে শুধু একটি ঘটনায় সাজা হয়েছে। বিবিসি বাংলা
গো-রক্ষার নামে পিটিয়ে মেরে ফেলার ঘটনার শুরু হয় ২০১৫ সালের সেপ্টেম্বরে, যখন উগ্রহিন্দুত্ববাদি বিজেপি সরকারের শাসন কেবল শুরু হয়েছে। তখন উত্তর প্রদেশের বাসিন্দা মোহাম্মদ আখলাক তার বাড়িতে গরুর মাংস রেখেছেন বলে অভিযোগ করে গো-রক্ষকরা। কথিত এই অভিযোগে তাকে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর থেকে উত্তর খন্ড, ঝাড়খন্ড, বিহার ও ওড়িশ্যাসহ বিভিন্ন প্রদেশে এমন ঘটনা প্রায়ই ঘটছে। কিন্তু বিস্ময়করভাবে কোট ঘটনারই এখনো বিচার প্রক্রিয়া শেষ হয়নি। অনেক তথ্য-প্রমাণ ও ভিডিও ফুটেজ থাকার পরও ভৌতিক কারণে কেউই আদালতে সাক্ষ্য দিতে আসে না বলেও অভিযোগ রয়েছে। যদিও অন্তত ৩০টি ঘটনায় উগ্র হিন্দুত্ববাদিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে অনেক প্রমাণ রয়েছে।
এবিষয়ে মন্তব্য জানতে চাইলে কোলকাতার আইনজীবী জয়ন্ত নারায়ণ বলেন, গো-রক্ষার নামে মুসলিম হত্যার বিচার না হওয়ার জন্য দেশে আইনগত কোন ত্রুটি নেই। তবে স্থানীয় প্রশাসন কোন সরকার সমর্থক বা উগ্র হিন্দুত্ববাদি আদর্শের কিনা তার সাথে মামলার তদন্ত অনেকটাই নির্ভরশীল। ক্ষমতাসীন বিজেপি সরকারের সমর্থিত প্রশাসন হলে সেই মামলার তদন্তে কোন গতি থাকে না এবং অনেক সময় মামলা ধামাচাপা দেয়ারও অভিযোগ পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :