Skip to main content

অস্ট্রেলিয়ায় তিন তারকার আঘাত

আবু সুফিয়ান রতন : ইন্টারনেটের সুবাদে যেকোনো স্থানে বসেই বিশ্বের নানা ভাষার নাটক-সিনেমা দেখার সুযোগ তৈরি হয়েছে। তাই স্বাভাবিক কারণে বিনোদনপ্রেমীরা এখন ডিভাইস নির্ভর হয়ে পড়ছেন। নির্মাতারাও দর্শকদের কথা মাথায় রেখে ওয়েব সিরিজ নির্মাণ করছেন। হলিউড, বলিউডের পর ঢালিউডেও লেগেছে ওয়েব সিরিজের হাওয়া। সেই ধারাবাহিকতায় এবার নাম লেখালেন বাংলাদেশের তিন তারকা বিপাশা কবির, ইরফান সাজ্জাদ ও দিপালী। আজ বুধবার ‘আঘাত’ নামে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। জায়েদ রেজওয়ান পরিচালিত এ ওয়েব সিরিজের দৃশ্যধারণের শুটিং হচ্ছে অস্ট্রেলিয়ায়। সেখানে বিভিন্ন স্থানে এর শুটিং হবে বলে জানিয়েছেন এর নির্মাতা। এ প্রসঙ্গে জায়েদ রেজওয়ান বলেন, ‘আজ থেকে আঘাত’র শুটিং শুরু করেছি। এখানে ৮-১০ দিনের শুটিং করব। এতে তিনটি গান থাকবে। এর টেকনিশিয়ান অস্ট্রেলিয়া থেকে নেয়া হয়েছে। কাজটি ভালো হবে বলেই আশা করছি।’ ‘আঘাত’ ওয়েব সিরিজে বিপাশা কবির, দিপালী, ইরফান সাজ্জাদের সঙ্গে কাজ করছেন ওপার বাংলার অভিনয়শিল্পী রণবীর। এর আগে বাংলাদেশের ‘বিজলী’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেন রণবীর। এদিকে জায়েদ রেজওয়ান পরিচালিত ‘মৃত্যুপুরী’ সিনেমার শুটিং শেষে এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ, প্রসূন আজাদ, তাসকিন রহমান, সাফিউল্লাহ সাদি প্রমুখ।