শিরোনাম
◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০৩:২২ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় তিন তারকার আঘাত

আবু সুফিয়ান রতন : ইন্টারনেটের সুবাদে যেকোনো স্থানে বসেই বিশ্বের নানা ভাষার নাটক-সিনেমা দেখার সুযোগ তৈরি হয়েছে। তাই স্বাভাবিক কারণে বিনোদনপ্রেমীরা এখন ডিভাইস নির্ভর হয়ে পড়ছেন। নির্মাতারাও দর্শকদের কথা মাথায় রেখে ওয়েব সিরিজ নির্মাণ করছেন।

হলিউড, বলিউডের পর ঢালিউডেও লেগেছে ওয়েব সিরিজের হাওয়া। সেই ধারাবাহিকতায় এবার নাম লেখালেন বাংলাদেশের তিন তারকা বিপাশা কবির, ইরফান সাজ্জাদ ও দিপালী।

আজ বুধবার ‘আঘাত’ নামে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। জায়েদ রেজওয়ান পরিচালিত এ ওয়েব সিরিজের দৃশ্যধারণের শুটিং হচ্ছে অস্ট্রেলিয়ায়। সেখানে বিভিন্ন স্থানে এর শুটিং হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।

এ প্রসঙ্গে জায়েদ রেজওয়ান বলেন, ‘আজ থেকে আঘাত’র শুটিং শুরু করেছি। এখানে ৮-১০ দিনের শুটিং করব। এতে তিনটি গান থাকবে। এর টেকনিশিয়ান অস্ট্রেলিয়া থেকে নেয়া হয়েছে। কাজটি ভালো হবে বলেই আশা করছি।’

‘আঘাত’ ওয়েব সিরিজে বিপাশা কবির, দিপালী, ইরফান সাজ্জাদের সঙ্গে কাজ করছেন ওপার বাংলার অভিনয়শিল্পী রণবীর। এর আগে বাংলাদেশের ‘বিজলী’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেন রণবীর।

এদিকে জায়েদ রেজওয়ান পরিচালিত ‘মৃত্যুপুরী’ সিনেমার শুটিং শেষে এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ, প্রসূন আজাদ, তাসকিন রহমান, সাফিউল্লাহ সাদি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়