নিউজ ডেস্ক: বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রথম ক্ষুদে গণমাধ্যম সংস্থা ‘এ আর কিডস মিডিয়া’র প্রধান নির্বাহী আরিফ রহমান শিবলী জানিয়েছেন, প্রথম চার বছরে বাংলাদেশে সাফল্য ও জনপ্রিয়তা পাওয়ার পর এবার পুরো সার্ক অঞ্চল নিয়ে কাজ করবে তার প্রতিষ্ঠান।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানান তিনি।
বিজ্ঞপ্তিতে জনাব শিবলি জানান, শিশুদের জন্য এটা হবে দক্ষিণ এশিয়ার অনেক বড় একটি প্লাটফর্ম। যেখানে শিশু কিশোরেরা নিজেদের অধিকার আর মনের কথা নিজ নিজ দেশের সরকারকে জানাতে পারবে আর এই সেতুবন্ধন তৈরি করতেই নতুন কার্যালয়ে খুব দ্রুত কাজ শুরু করবেন তারা ।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রশিক্ষণের পাশাপাশি কাজের ব্যবস্থাসহ বেশকিছু পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে । এই বিষয়ে ‘এ আর কিডস’ পরিচালক বলেন, প্রশিক্ষণে দেশীয় এক্সপার্টদের পাশাপাশি এখন থেকে বিদেশী গণমাধ্যমের এক্সপার্টগণও অংশ নিবেন।