বাংলাদেশ জার্নাল : সাত পাকে বাঁধা পড়তে চলেছে দীপিকা–রণবীর ও প্রিয়াঙ্কা–নিক। ঘটনাচক্রে একই তারিখে ঠিক করা হয়েছে তাদের রিসেপশনের দিন।
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের বিয়ে হচ্ছে ভারতের যোধপুরের উমেদ ভবনে। অন্যদিকে বলি তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ বিয়ে করবেন ইতালিতে। বিয়ে পর্ব সারার পর বলিউডের বন্ধুদের জন্য গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবেন মুম্বাইয়ে।
এক ডিসেম্বর মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতে রিসেপশন দীপিকা–রণবীরের। অন্যদিকে দুই ডিসেম্বর যোধপুরোর উমেদভবনে নিক–প্রিয়াঙ্কার বিয়ে। ৩০ নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে বিয়ের নানা অনুষ্ঠান। এই দিনই তাদের রিসেপশন পার্টি। আমন্ত্রিতের তালিকায় রয়েছে ২০০ অতিথি।
নিউ ইয়র্কেও একটি রিসেপশন দেবেন প্রিয়াঙ্কা। সেখানে তার হলিউডের বন্ধুরা আমন্ত্রিত থাকবেন।