শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০৬:১৩ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের দেশে নারী সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে: খালেকুজ্জামান

নৌশিন আহম্মেদ মনিরা: পাবনায় সুবর্ণা নদীর উপর হামলা ও তার মৃত্যু শুধু নয়, যা সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় থাকে এটাই তার প্রমাণ। আমাদের দেশে নারী সাংবাদিকদের সংখ্যা খুবই কম। তবুও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে আসে। একদিকে সাধারণ মানুষ এবং নারীদের জীবনে এ রকম একটা নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হয়ে গেছে। আসলে সাংবাদিকরা একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ পালন করছে। সাংবাদিকদের খবর কারো পক্ষে যাবে, আবার কারো বিপক্ষে যাবে এটাই তাদের পেশা। কিন্তু, এটাই তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন ক্রাইম বিষয়ে সংবাদ পরিবেশন করাটাও অনেক ঝুঁকিপূর্ণ।

বর্তমানে সারাদেশেই মানুষের জীবন ক্রমাগতই নিরাপত্তাহীন হয়ে পড়ছে। কখনো দুর্বৃত্তদের হাতে, কখনো রাষ্ট্রীয় রেসারেসিতে, কখনো চাঁদাবাজদের হামলায় জীবনটা আরো নিরাপত্তাহীন। তবে নারীরা শুধু জীবনই হারায় না, তারা ইজ্জত ও সন্মানও হারায়। তাদের এখন সন্মান নিয়ে চলাফেরাও ঝুঁকিপূর্ণ ও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

ফলে আমরা মনে করি অতি দ্রুত এটার সুষ্ঠু বিচার, তদন্ত এবং কঠোর শাস্তির বিধান করা না হলে সংবাদ পরিবেশনের যে গণতান্ত্রিক পরিবেশ এটা যেমন নষ্ট হবে, তেমনি সাংবাদিকরা মুক্ত পরিবেশে তাদের লেখা লিখতে না পারে তাহলে গণতান্ত্রিক পরিবেশেও সমস্যা হবে। তাই আমরা মনে করি, গণতান্ত্রিক পরিবেশে একান্তই নিরাপত্তার সাথে এবং সাংবাদিকতার পেশাকে সম্মানার্থে সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের সুষ্ঠু বিচার করা হোক।

পরিচিতি: সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, বাসদ/সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়