আসিফুজ্জামান পৃথিল : স্বস্তি মিলছেই না ভারতের জ্বালানী তেলের গ্রাহকদের। রোজই দেশটিতে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে পেট্রোল এবং ডিজেলের দাম। শুক্রবারও টানা ১২তম দিনে জ্বালানীর দাম বেড়েছে সার্কের সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে।
শুক্রবার সকালে দিল্লীতে ৭৮ রুপীর কাছাকাছি পৌঁছে গেছে পেট্রোলের দাম। এদিন ভারতের রাজধানী শহরটিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হয়েছে ৭৭.৮৩ রুপীতে। বৃহষ্পতিবার যা বিক্রি হয়েছে ৭৭.৪৭ রুপীতে। মুম্বাইয়ে শুক্রবার পেট্রোলের দাম ছিল ৮৫.৬৫ রুপী। যা আগের দিনই ছিল ৮৫.২৯ রুপী। কোলকাতায় দাম ছিল ৮০.৪৭ রুপী। যা একদিন আগেই ছিল ৮০.১২ রুপী। আরেক মেট্রোপলিটন শহর চেন্নাইয়ে পেট্রোল বিক্রি হয়েছে ৮০.৮০ রুপীতে। বৃহষ্পতিবার দাম ছিল ৮০.৪২ রুপী। শুক্রবার দিল্লীতে ডিজেলের লিটার ছিল ৬৮.৭৫ রুপী, মুম্বাইয়ে ৭৩.২০ রুপী, কোলকাতায় ৭১.৩০ রুপী এবং চেন্নাইয়ে ৭২.৫৮ রুপী।
গত ৫ দিন ধরে ভারতে রোজই রেকর্ড ভাঙছে জ্বালানী তেলের দাম। বুধবার দিল্লীতে প্রথমবারের মতো পেট্রোলের দাম ৭৭ রুপী অতিক্রম করে।
ইরানের জ্বালানী তেলের সর্ববৃহৎ ক্রেতা ভারত। বিশেষজ্ঞদের ধারণা যুক্তরাষ্ট্র ইরানের সাথে পারমানবিক চুক্তি বাতিল করায় এর প্রভাব পড়েছে ভারতের বাজারে। - ইয়ন নিউজ