শিরোনাম
◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ উত্তরার জসিমউদ্দিনে মাইক্রোবাসে আগুন ◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৬:০০ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুর রাখবেন না বউ রাখবেন ইমরান খান!

ডেস্ক রিপোর্ট  : মাত্র দু’মাস আগেই তৃতীয়বারের মত বিয়ে করেছিলেন বিশ্বকাপজয়ী সাবেক পাকিস্তানি অধিনায়ক ও তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। পোষা কুকুরের কারণে এই বিয়েও হুমকির মুখে পড়েছে।পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর দাবি এমনটাই।

স্ত্রী বুশরা মানেকার দাবি ছিল ওই কুকুর থাকলে তার আধ্যাত্মিক কাজকর্মে প্রভাব পড়বে। ধর্মীয় কাজে বাধা সৃষ্টির জন্যই বাড়িতে কুকুর রাখা বিরোধী তিনি।

এমনও জানা যায়, বুশরাকে বিয়ে করার পর নিজের পোষা কুকুরগুলিকে অন্য একটি জায়গায় দিয়ে এসেছিলেন ইমরান। কিন্তু এখন জানা যাচ্ছে, সেই কুকুরগুলি আবার ইমরানের বাড়িতে ফিরে এসেছে।

ইমরান খানের বাড়িতে থাকাকালীন দ্বিতীয় স্ত্রী রেহাম খানের সঙ্গে তার দ্বন্দ্বের ঘটনা ঘটে। তখনও তাদের ঘর ভাঙার কারণগুলোর মধ্য কুকুরের প্রসঙ্গ এসেছিল। পরে সাংবাদিক রেহামের সঙ্গে ইমরানের ছাড়াছাড়ি হয়ে যায়।

তবে পিটিআই প্রধানের বিয়ে ভাঙার ক্ষেত্রে পোষা কুকুরই একমাত্র কারণ নয়।

কিছুদিন আগেই ইমরানের সঙ্গে ঝগড়া হয় তার তৃতীয় স্ত্রী বুশরা বিবির। সেই ঝগড়ার পরে ইমরানের বাড়ি ছেড়ে মা-বাবার কাছে চলে গেছেন বুশরা। গত দুমাস যাবত সেখানেই আছেন তিনি। সম্ভবত বুশরার ছেলেকে নিয়ে দু’জনের মধ্যে ঝগড়ার সূত্রপাত।

বিয়ের আগে ইমরান বলেছিলেন যে, তার ইসলামাবাদের বাসস্থানে বুশরার পরিবারের কেউ আসতে পারবেন না। কিন্তু বেশ কিছুদিন হল ইমরানের বাড়িতেই বুশরার সঙ্গে থাকছিলেন তার সাবেক স্বামীর ছেলেরা।

বুশরার সঙ্গে ইমরানের বোনদের দ্বন্দ্বের কথা। পত্রিকা জানায়, ইমরানের বোনেরাও তার বাসভবন ‘বানি গালা’ হাউজে থাকেন এবং সক্রিয়ভাবে ইমরানের সব কাজে অংশ নেন, যা বুশরার মোটেও পছন্দ নয়। যদিও আগেই খবর ছিল, ইমরানের এই তৃতীয় বিয়েতে তার বোনদের মত ছিল না।

ইমরান খান এবং তার আধ্যাত্মিক পরামর্শদাতা স্ত্রী’র মধ্যে চলা সর্বশেষ দ্বন্দ্বের বিষয়ে পিটিআই প্রধান এখনো কোনো মন্তব্য করেননি। তবে ইমরানের দাম্পত্য জীবনে নতুন কলহ নিয়ে মুখ খুলেছে টুইটার। সেখানে চারদিক থেকে নানা রকম মন্তব্য আসছে।

১৯৯৫’র ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান। ৯ বছর একসঙ্গে থাকার পর ২০০৪ সালে দু’জনের বিচ্ছেদ হয়। সেই ঘরের দুই ছেলে মায়ের সঙ্গে লন্ডনেই থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়