শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০৫:২৭ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু যে বাংলাদেশ চেয়েছিলেন সে বাংলাদেশ আমরা পাইনি

পিযুষ কান্তি দত্ত : আমার বয়স ৬৭ বছর। মুক্তিযুদ্ধের আগে ছাত্রলীগের রাজনীতি করেছি। যুদ্ধের সময় ভারতে চলে গিয়েছিলাম, যেখানে গিয়েছিলাম সেখানে যোদ্ধা তৈরি করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা ছিল না বলে আঠার বছর বয়স হওয়া সত্ত্বেও আমি যুদ্ধে অংশ গ্রহণ করতে পারিনি। স্বাধীনতা অর্জনের এত বছর পরেও আমি দেখতে পাই, আমাদের একটি অপ্রাপ্তি রয়ে গেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ চেয়েছিলেন সে বাংলাদেশে আমরা পাইনি। আমাদের স্বাধীনতাকে আমরা অক্ষুন্ন রাখতে পেরেছি, কিন্তু যে স্বাধীনতা এবং যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন জেল জুলুম খেটেছেন।

আমরা সে স্বাধীনতা ভোগ করতে পারিনি, আগামীতে পারব কি-না তাও জানি না। আমরা যখন যুবক বয়সের ছিলাম, তখন দেশের প্রতি স্বাধীনতা দিবসের উদযাপনের প্রতি আমাদের যে ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল, বর্তমানে তা দেখতে পাচ্ছি না।

আমাদের সময়ে এত দল ছিল না, শুধুমাত্র আওয়ামীলীগ সহ হাতে গোনা কয়েকটি দল ছিল। তখন কে কোন দল করে তা এত বিভক্ত ছিল না। সকলের মাঝে ঐক্য ছিল।

বর্তমানে বড় আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

তবে, আমাদের সময়ের মত এত বেশি হৃদ্যতা নেই। কে কোন দল করে তা আমরা দেখিনি, আমরা এক কাপ চা ছয়জনে খেয়েছি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল, আজকে সেটুকু নেই।
পরিচিতি : অবসরপ্রাপ্ত রেলওয়ে কমকর্তা/মতামত গ্রহণ : মাহবুবুল ইসলাম/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়