শিরোনাম
◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: পে-স্কেলের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, কোন গ্রেডে কত?

প্রকাশিত : ০৩ মার্চ, ২০১৮, ০১:৫৫ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০১৮, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইলস রোগের মহা ঔষধ কুচিয়া দেশের মানুষ পায়ও না খায়ও না!

মতিনুজ্জামান মিটু : পাইলস রোগের মহা ঔষধ কুচিয়া মাছ দেশের মানুষ পায় না এবং পেলেও খায় না। বাংলাদেশের নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাঁকড়া চাষ এবং গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিনয় কুমার চক্রবর্তী জানান, কুচিয়াকে ঔষধি মাছ বলা যায়। কুচিয়া মাছ হজম শক্তি বাড়ায়, পাইলস রোগের মহা ঔষধ, বেদনানাশক, উচ্চ রক্তচাপ কমায়, শ্বাসকষ্ট দূরিকরণে সহায়তা করে। কুচিয়া মাছ খেলে শরীরের রক্তসল্পতা দূর হয় এবং বসন্ত রোগ তাড়াতাড়ি সারে।

প্রতি ১০০ গ্রাম কুচিয়ার মাংসে ১৮.৭ গ্রাম প্রোটিন, ০.৮ গ্রাম ফ্যাট, ২.৪ গ্রাম কার্বোহাইড্রেট এবং ১৮৫ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। এছাড়া মানুষের শরীরের উপকারি অত্যাবশ্যক এমাইনো এসিড রয়েছে এতে। দেশে বছরে গড়ে প্রায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন কুচিয়া মাছ প্রকৃতি থেকে আহরণ এবং চাষের মাধ্যমে উৎপাদন হয়ে থাকে। যার প্রায় পুরোটাই বিদেশে রপ্তানী হয়ে থাকে। ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত দেশে থেকে ৩৭ হাজার ৬৩১ মেট্রিক টনের বেশি কুচিয়া মাছ বিদেশে রপ্তানী করা হয়। ধর্মীয় এবং আর্থিক কারণে দেশের অধিকাংশ মানুষের ধরাছোয়ার বাইরে থাকে কুচিয়া মাছ। এদেশে মুসলমানেরা কুচিয়া মাছ খায় না এবং হিন্দু বা অন্যান্য ধর্মের লোকেরা খেলেও অত্যাধিক দামের কারণে কুচিয়া মাছ কিনতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়