আসিফুজ্জামান পৃথিল : ভারতীয় ধনকুবের রতœ ব্যবসায়ী নিরব মোদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে সাড়ে ১১ হাজার কোটি রূপী ঋণই নেননি! তিনি নিয়েছিলেন ২৮০ কোটি রূপী ঋণ। এমনটাই দাবী করেছেন মোদির আইনজীবি বিজয় আগরওয়াল।
তিনি সিবিআই এর প্রতিবেদনকে উদ্ধৃত করে বলেন এই ২৮০ কোটি রূপীর ঋণ সর্বোচ্চ ৫০০০ কোটি রূপী পর্যন্ত যেতে পারে, সাড়ে ১১ হাজার কোটি রূপী হবার প্রশ্নই আসেনা। তিনি আরোও বলেন, সিবিআই যেখানে ২৮০ কোটি রূপীর কথা বলছে সেখানে সংবাদমাধ্যমগুলো কোথায় সাড়ে ১১ হাজার কোটি রূপীর খবর পেয়েছে তা আমার জানা নেই।
বিজয় আগরওয়াল আরো বলেন, ব্যাংকের সাথে নিরব মোদির তো বাণিজ্যিক লেনদেন হয়েছে। এই জন্য ব্যাংক কর্তৃপক্ষ কয়েক কোটি রূপী কমিশনও পেয়েছে। এখন এই বিষয়ে জালিয়াতির অভিযোগ আনা হাস্যকর রকমের অর্থহীন।
মোদি সম্পর্কে তার আইনজীবি বলেন, মোদি মোটেই পালিয়ে জাননি। তাঁর আন্তর্জাতিক ব্যাবসা আছে। ব্যবসার প্রয়োজনে তাকে প্রায়ই বাহিরে থাকতে হয়। বিদেশে থাকা আমার মক্কেলের জন্য খুবই সাধারণ ব্যাপার। ইন্ডিয়ান এক্সপ্রেস।