আব্দুর রাজ্জাক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি বহরের পাশ থেকে একজন সশস্ত্র ভ্যান চালককে আটক করা হয়েছে। ট্রাম্প গাড়ি বহর নিয়ে পাল্ম সমুদ্র সৈকতে আন্তর্জাতিক গল্ফ ক্লাবের দিকে যাওয়ার পথেই ভ্যান চালক আটকের ঘটনাটি ঘটে।
গত সোমবার সাংবাদিকদের পরিবহনকারী ভ্যানটি ট্রাম্পের গাড়ি বহরকে অনুসরণ করে পাল্ম সমুদ্র সৈকতে যাচ্ছিল। যাত্রা পথে প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়জিত মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা বহরের সদস্যদের নিয়মিত তল্লাশি চালানোর সময় ভ্যানটির চালককে অবৈধভাবে বন্দুক পরিবহনের দায়ে আটক করে।
এক প্রশ্নের উত্তরে গ্রেফতারকৃত ভ্যান চালক জানায়, বহরে যোগ দেয়ার সময় তার অস্ত্রটি রেখে আসতে ভুলে যাওয়ায় সাথে রয়ে যায়। যদিও তিনি কোন অফিসিয়াল কর্মচারী ছিলেন না।
উল্লেখ্য, গত ১৪ ই ফেব্রুয়ারি ফ্লোরিডার স্কুল হামলার ঘটনা নিয়ে যখন সব মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটল। স্কুল হামলার ঘটনায় মোট ১৭জন নিহত ও আরও ২০ জন আহত হয়। ঐ ঘটনার পর থেকেই দীর্ঘ দিনের অস্ত্র নিয়ন্ত্রণ বিতর্কটি সজিব হয়েছে। রাশিয়া টিভি
আব্দুর রাজ্জাক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি বহরের পাশ থেকে একজন সশস্ত্র ভ্যান চালককে আটক করা হয়েছে। ট্রাম্প গাড়ি বহর নিয়ে পাল্ম সমুদ্র সৈকতে আন্তর্জাতিক গল্ফ ক্লাবের দিকে যাওয়ার পথেই ভ্যান চালক আটকের ঘটনাটি ঘটে।
গত সোমবার সাংবাদিকদের পরিবহনকারী ভ্যানটি ট্রাম্পের গাড়ি বহরকে অনুসরণ করে পাল্ম সমুদ্র সৈকতে যাচ্ছিল। যাত্রা পথে প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়জিত মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা বহরের সদস্যদের নিয়মিত তল্লাশি চালানোর সময় ভ্যানটির চালককে অবৈধভাবে বন্দুক পরিবহনের দায়ে আটক করে।
এক প্রশ্নের উত্তরে গ্রেফতারকৃত ভ্যান চালক জানায়, বহরে যোগ দেয়ার সময় তার অস্ত্রটি রেখে আসতে ভুলে যাওয়ায় সাথে রয়ে যায়। যদিও তিনি কোন অফিসিয়াল কর্মচারী ছিলেন না।
উল্লেখ্য, গত ১৪ ই ফেব্রুয়ারি ফ্লোরিডার স্কুল হামলার ঘটনা নিয়ে যখন সব মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটল। স্কুল হামলার ঘটনায় মোট ১৭জন নিহত ও আরও ২০ জন আহত হয়। ঐ ঘটনার পর থেকেই দীর্ঘ দিনের অস্ত্র নিয়ন্ত্রণ বিতর্কটি সজিব হয়েছে। রাশিয়া টিভি