শিরোনাম
◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৫ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়ের কপি পেয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা (ভিডিও)

সারোয়ার জাহান: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করা হয়েছে। সোমবার বিকালে এ রায়ের কপি প্রকাশ করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি এই মামলার রায় ঘোষণা করা ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামানের পেশকারের কাছ থেকে সোমবার বিকালে রায়ের অনুলিপি সংগ্রহ করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

খালেদার পাঁচ বছরের সাজার ঘোষণা শোনাতে বিচারক ৬৩২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার পড়লেও যে অনুলিপি খালেদার আইনজীবী পেয়েছেন তা মোট ১১৭২ পৃষ্ঠার।

এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে বেগম জিয়ার জামিন আবেদন করা হবে।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত দণ্ড ঘোষণার পর পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া নিয়ে আসামিপক্ষের আইনজীবীরা নানা অভিযোগ করে আসছিলেন। তাদের অভিযোগ, সরকারের হস্তক্ষেপের কারণে কপি দিতে বিলম্ব করা হচ্ছে।

গতকাল রোববার রায়ের কপি পেতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবি সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান পূণাঙ্গ কপি প্রকাশের জন্য আজকের দিন ধার্য করেন।

শুনানিতে সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া ও হেলাল উদ্দিনসহ ১০ জনেরও বেশি আইনজীবী অংশ নেন।

এদিকে আদালত সূত্র জানিয়েছে, সোমবার বিকালে খালেদা জিয়ার আইনজীবীদের হাতে রায়ে কপি হস্তান্তর করবেন। ৮ ফেব্রুয়ারি ঘোষণার সময় রায় ৬৩২ পৃষ্ঠার ছিল। তবে সত্যায়িত কপি ১১৬৮ পৃষ্ঠার বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়