শিরোনাম
◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, আতঙ্কে রাস্তায় মানুষের ভিড়, ধসে পড়েছে একাংশ ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৫ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়ের কপি পেয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা (ভিডিও)

সারোয়ার জাহান: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করা হয়েছে। সোমবার বিকালে এ রায়ের কপি প্রকাশ করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি এই মামলার রায় ঘোষণা করা ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামানের পেশকারের কাছ থেকে সোমবার বিকালে রায়ের অনুলিপি সংগ্রহ করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

খালেদার পাঁচ বছরের সাজার ঘোষণা শোনাতে বিচারক ৬৩২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার পড়লেও যে অনুলিপি খালেদার আইনজীবী পেয়েছেন তা মোট ১১৭২ পৃষ্ঠার।

এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে বেগম জিয়ার জামিন আবেদন করা হবে।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত দণ্ড ঘোষণার পর পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া নিয়ে আসামিপক্ষের আইনজীবীরা নানা অভিযোগ করে আসছিলেন। তাদের অভিযোগ, সরকারের হস্তক্ষেপের কারণে কপি দিতে বিলম্ব করা হচ্ছে।

গতকাল রোববার রায়ের কপি পেতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবি সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান পূণাঙ্গ কপি প্রকাশের জন্য আজকের দিন ধার্য করেন।

শুনানিতে সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া ও হেলাল উদ্দিনসহ ১০ জনেরও বেশি আইনজীবী অংশ নেন।

এদিকে আদালত সূত্র জানিয়েছে, সোমবার বিকালে খালেদা জিয়ার আইনজীবীদের হাতে রায়ে কপি হস্তান্তর করবেন। ৮ ফেব্রুয়ারি ঘোষণার সময় রায় ৬৩২ পৃষ্ঠার ছিল। তবে সত্যায়িত কপি ১১৬৮ পৃষ্ঠার বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়