শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৫ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়ের কপি পেয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা (ভিডিও)

সারোয়ার জাহান: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করা হয়েছে। সোমবার বিকালে এ রায়ের কপি প্রকাশ করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি এই মামলার রায় ঘোষণা করা ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামানের পেশকারের কাছ থেকে সোমবার বিকালে রায়ের অনুলিপি সংগ্রহ করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

খালেদার পাঁচ বছরের সাজার ঘোষণা শোনাতে বিচারক ৬৩২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার পড়লেও যে অনুলিপি খালেদার আইনজীবী পেয়েছেন তা মোট ১১৭২ পৃষ্ঠার।

এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে বেগম জিয়ার জামিন আবেদন করা হবে।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত দণ্ড ঘোষণার পর পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া নিয়ে আসামিপক্ষের আইনজীবীরা নানা অভিযোগ করে আসছিলেন। তাদের অভিযোগ, সরকারের হস্তক্ষেপের কারণে কপি দিতে বিলম্ব করা হচ্ছে।

গতকাল রোববার রায়ের কপি পেতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবি সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান পূণাঙ্গ কপি প্রকাশের জন্য আজকের দিন ধার্য করেন।

শুনানিতে সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া ও হেলাল উদ্দিনসহ ১০ জনেরও বেশি আইনজীবী অংশ নেন।

এদিকে আদালত সূত্র জানিয়েছে, সোমবার বিকালে খালেদা জিয়ার আইনজীবীদের হাতে রায়ে কপি হস্তান্তর করবেন। ৮ ফেব্রুয়ারি ঘোষণার সময় রায় ৬৩২ পৃষ্ঠার ছিল। তবে সত্যায়িত কপি ১১৬৮ পৃষ্ঠার বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়