মনিরা আক্তার মিরা : ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব লুটন শহরের এক হোটেল মালিক এলভিস প্রিসলির ব্যবহার করা একটি প্লাস্টিকের চায়ের কাপ ৩ হাজার ৩০০ মার্কিন ডলারে বিক্রি করেছেন।
১৯৫৬ সালে একটি কনসার্ট চলাকালীন পেপার কাপের চায়ে কয়েকটি চুমুক দিয়েছিলেন ব্রিটিশ পপ সম্রাট প্রিসলি।
জুন নামের এক নারী প্রিসলির স্বাক্ষর সম্বলিত একটি বাক্সে এতদিন ওই চায়ের কাপটি সংরক্ষণ করেছিলেন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রিসলি মাত্র ৪২ বছর বয়সে ১৯৭৭ সালের আগস্টে মারা যান। ডাবলিউ নিউজ