শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফ স্পোর্টিংয়ের হারে ভিলেন ক্রসবার

নিজস্ব প্রতিবেদক: ক্রসবারের নাকি একটি ক্ষমতা আছে। ফুটবলের ক্ষেত্রে এ প্রবাদটি চলে আসছে অনেক আগে থেকেই। মঙ্গলবার সাইফ স্পোর্টিং ক্লাবের সামনে যেন ভিলেন হয়েই এসেছিল সেই ক্রসবার। একটা দুইটা নয়, চার চারটি আক্রমণ তাদের ভেস্তে গেছে ক্রসবারে লেগে। এতগুলো আক্রমণ ক্রসবারে প্রতিহত হলে কোন দলের পক্ষে ম্যাচ জেতা সম্ভব না। জিততে পারেনি সাইফ স্পোর্টিংও।

মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে এএফসি কাপের কোয়ালিফাইং প্লে-অফ হোম ম্যাচে ১-০ গোলে হেরেছে স্বাগতিকরা। প্রথমার্ধে পিছিয়ে পড়া সাইফ দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবল খেলেও গোল বের করতে পারেনি। ২৩ মিনিটে আনাতোলির গোলে এগিয়ে যায় সফরকারীরা।

সফরকারি দলের প্রধান গোলরক্ষক বেলারুশের আসনিন ইনজুরিতে পড়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন। এরপর গোলপাস্টে দাঁড়ান ইব্রাহিম নাদিম। পোস্টের নিচে গালিভারের পরিবর্তে যেন লিলিপুট। ছোটোখাটো গড়নের গোলরক্ষককে অবশ্য বেশি আক্রমণ ঠেকাতে হয়নি। তার সব কিছু যে করে দিয়েছে পেছনের ক্রসবার।

৫৯ মিনিটে ফাঁকা গোলপোস্ট ছিল আন্দ্রেসের সামনে। কিন্তু সাইফের কলোম্বিয়ান এ ডিফেন্ডার যে শট নিলেন তা ফিরে ক্রসবারে লেগে। দুর্ভাগ্যের শুরুটা তখনই। আক্রমণের পর আক্রমণ-ধরে নেয়া হয়েছিল যে কোনো সময় ম্যাচে ফিরে আসবে স্বাগতিক দল।

পরের মিনিটে ক্রসবার কাঁপালো কিংসলের শট। আবদুল্লার ফ্রিকিক থেকে বলে পেয়ে শট নিয়েছিলেন মোহামেডান থেকে ধারে আনা সাইফের এ নাইজেরিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়বারের মতো আফসোস সাইফের ডাগআউটে।

পরের মিনিটে ইংলিশ ফরোয়ার্ড শেরিংহামের শট গোললাইন থেকে প্রতিহত করেন টিসি স্পোর্টসের এক ডিফেন্ডার। দুর্ভাগ্যের শেষটাও এলো ৮২ মিনিটে। এবারও সেই কিংসলে। গোলরক্ষকের মাথার উপর দিয়ে তিনি ক্রসবারে বল লাগিয়ে নষ্ট করেন শেষ সুযোগ। ক্রসবার দু:খ নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়