শিরোনাম
◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফ স্পোর্টিংয়ের হারে ভিলেন ক্রসবার

নিজস্ব প্রতিবেদক: ক্রসবারের নাকি একটি ক্ষমতা আছে। ফুটবলের ক্ষেত্রে এ প্রবাদটি চলে আসছে অনেক আগে থেকেই। মঙ্গলবার সাইফ স্পোর্টিং ক্লাবের সামনে যেন ভিলেন হয়েই এসেছিল সেই ক্রসবার। একটা দুইটা নয়, চার চারটি আক্রমণ তাদের ভেস্তে গেছে ক্রসবারে লেগে। এতগুলো আক্রমণ ক্রসবারে প্রতিহত হলে কোন দলের পক্ষে ম্যাচ জেতা সম্ভব না। জিততে পারেনি সাইফ স্পোর্টিংও।

মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে এএফসি কাপের কোয়ালিফাইং প্লে-অফ হোম ম্যাচে ১-০ গোলে হেরেছে স্বাগতিকরা। প্রথমার্ধে পিছিয়ে পড়া সাইফ দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবল খেলেও গোল বের করতে পারেনি। ২৩ মিনিটে আনাতোলির গোলে এগিয়ে যায় সফরকারীরা।

সফরকারি দলের প্রধান গোলরক্ষক বেলারুশের আসনিন ইনজুরিতে পড়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন। এরপর গোলপাস্টে দাঁড়ান ইব্রাহিম নাদিম। পোস্টের নিচে গালিভারের পরিবর্তে যেন লিলিপুট। ছোটোখাটো গড়নের গোলরক্ষককে অবশ্য বেশি আক্রমণ ঠেকাতে হয়নি। তার সব কিছু যে করে দিয়েছে পেছনের ক্রসবার।

৫৯ মিনিটে ফাঁকা গোলপোস্ট ছিল আন্দ্রেসের সামনে। কিন্তু সাইফের কলোম্বিয়ান এ ডিফেন্ডার যে শট নিলেন তা ফিরে ক্রসবারে লেগে। দুর্ভাগ্যের শুরুটা তখনই। আক্রমণের পর আক্রমণ-ধরে নেয়া হয়েছিল যে কোনো সময় ম্যাচে ফিরে আসবে স্বাগতিক দল।

পরের মিনিটে ক্রসবার কাঁপালো কিংসলের শট। আবদুল্লার ফ্রিকিক থেকে বলে পেয়ে শট নিয়েছিলেন মোহামেডান থেকে ধারে আনা সাইফের এ নাইজেরিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়বারের মতো আফসোস সাইফের ডাগআউটে।

পরের মিনিটে ইংলিশ ফরোয়ার্ড শেরিংহামের শট গোললাইন থেকে প্রতিহত করেন টিসি স্পোর্টসের এক ডিফেন্ডার। দুর্ভাগ্যের শেষটাও এলো ৮২ মিনিটে। এবারও সেই কিংসলে। গোলরক্ষকের মাথার উপর দিয়ে তিনি ক্রসবারে বল লাগিয়ে নষ্ট করেন শেষ সুযোগ। ক্রসবার দু:খ নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়