শিরোনাম
◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক ◈ ইরানে দেশব‌্যাপী চলমান বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?  

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ১০:০৩ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলা নিয়ে বিরোধের জেরে আদনান হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট খেলা নিয়ে বন্ধুদের মধ্যে বিরোধের জের ধরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্র আদনানকে প্রকাশ্যে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত উপকমিশনার মোস্তায়েন হোসাইন।

এই পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার পর আশপাশের এলাকায় থাকা ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি ক্যামরা) মাধ্যমে খুনিদের শনাক্ত করা হয়। পরে গতকাল বুধবার রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে মঈন খান (১৮), সাব্বির (১৮), আবদুল্লাহ আল সাঈদ (১৮) ও এখলাছ উদ্দিন আরমানকে (১৮) ফটিকছড়ি থেকে এবং নগরীর বাদুরতলা থেকে মুনতাছির মোস্তাফাকে (১৮) আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর আগামীকাল শুক্রবার তাঁদের আদালতে নেওয়া হবে।

ঘটনার দিন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রাম সফরে থাকায় মূল সড়কে পুলিশের উপস্থিতি কম ছিল বলে দাবি করেন মোস্তায়েন হোসাইন। তিনি বলেন, এ ছাড়া যানজটের কারণে প্রকাশ্যে এই ছাত্রকে খুন করে পালিয়েছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার দুপুরে নগরীর জামালখান মোড় এলাকায় স্কুলছাত্র আদনান ইসফারকে ছুরিকাঘাত করে খুন করে একদল দুর্বৃত্ত। নিহত আদনান সরকারি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। জামাল খান প্রেসক্লাব এলাকাতেই তাদের বাসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়