আব্দুর রাজ্জাক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার একদল চিত্রশিল্পী পাঠাতে দুই কোরিয়া আলোচনায় বসছে।
গত সপ্তাহে উত্তর কোরিয়া অলিম্পিক ইস্যুতে প্রতিনিধি পাঠাতে সম্মত হওয়ার পর থেকে চিরপ্রতিদ্ব›দ্বী দুই প্রতিবেশীর মাঝে সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। এরপর সিউল উত্তর কোরিয়াকে আরও বিস্তৃত পরিসরে আলোচনা শুরু করার প্রস্তাব দেয় কিন্তু পিয়ংইয়ং শুধুমাত্র তাদের নৃত্য শিল্পীদের পাঠাতে আলোচনায় সম্মত হয়।
আগামী মাসের ৯-২৫ তারিখের অলিম্পিক গেমসে প্রতিনিধি পাঠাতে উভয় রাষ্ট্র তাদের সীমান্তবর্তী গ্রাম পানমুজমে মিলিত হচ্ছে যে স্থানটি ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) বা ‘শান্তি গ্রাম’ নামে পরিচিত।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, উক্ত বৈঠকে উভয় পক্ষ থেকে চারজন করে প্রতিনিধি উপস্থিত থাকবে এবং তারা শিল্পীদের সংখ্যা, পরিবহন ব্যবস্থা ও সময়সূচি নিয়ে আলোচনা করবে।
উল্লেখ্য, গত সপ্তাহের বৈঠকটি ছিল বিগত দুই বছরে উভয় রাষ্ট্রের সবচেয়ে উচ্চপর্যায়ের বৈঠক। উক্ত বৈঠকে পিয়ংইয়ং জানায়, তারা আগামী মাসের অলিম্পিক গেমসে অ্যাথলেট, চিয়ার লিডার, একটি শিল্পীদল এবং একটি তায়কন্দো দল পাঠাতে পারে। বিবিসি