শিরোনাম
◈ মা‌র্কিন প্রেসি‌ডেন্ট ডোনাল্ড ট্রাম্প বল‌লেন, সর্বকা‌লের সেরা টুর্না‌মেন্ট হ‌বে ২০২৬ ফিফা বিশ্বকাপ  ◈ রোহিত শর্মা আর টেস্ট ক্রিকেট খেল‌বেন না ◈ বিএনপির নির্বাচনের দাবির বিপক্ষ জোরালো হচ্ছে, নির্বাচন চাওয়াকে অপরাধ বলছেন নেতারা ◈ শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া ◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০২:৪২ রাত
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রসব বেদনা সহজ ও নরমাল ডেলিভারির আমল

ওমর শাহ : নারী জাতির অতি কষ্টের একটি মুহূর্ত প্রসব বেদনা ও সন্তান জন্মদান। তাইতো মায়ের জাতিকে আল্লাহ তায়ালা উচ্চা আসনে বসিয়েছেন। বাবার তুলনায় মাকে দিয়েছেন অতি সম্মান। এর কারণ সন্তান জন্মদানে মায়ের ত্যাগ ও কুরবানি। খুব কষ্ট করে একজন মা তার সন্তানকে জন্ম দিয়ে থাকেন। যা পুরুষ জাতির অনুধাবন সহজ নয়। প্রসব বেদনার কষ্ট কমাতে কিছু আমল রয়েছে। যার দ্বারা প্রসব বেদনা সহজ হবে ও নরমাল ডেলিভারি হবে আশা করা যায়।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’ আল্লাহ তাআলার এ গুণবাচক নামগুলোর দৈনন্দিন জীবনে পালনীয় আলাদা আলাদা আমল এবং অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْمُبْدِئُ) ‘আল-মুবদিয়ু’ একটি।
এ পবিত্র নামের আমলের মাধ্যমে গর্ভের সন্তানের হেফাজত এবং
সহজে নিরাপদে নারীদের সন্তান প্রসব হয়।

উচ্চারণ : ‘আল-মুবদিয়ু’
অর্থ : ‘প্রথমবার সৃষ্টিকারী’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْمُبْدِئُ)-এর আমল

ফজিলত
যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর গর্ভ বিনষ্টের আশংকা করে অথবা গর্ভের সন্তান ভূমিষ্ঠের স্বাভাবিক দিন অতিবাহিত হয় তবে সে যেন তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمُبْدِئُ) ‘আল-মুবদিয়ু’ ৯০ বার পড়ে তার স্ত্রীর পেটের চতুর্দিকে শাহাদাত আঙ্গুলি ঘুরায়। আল্লাহর ইচ্ছায় গর্ভের সন্তান হেফাজত থাকবে এবং গর্ভের সন্তান নিরাপদে ভূমিষ্ঠ হবে।

যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمُبْدِئُ) ‘আল-মুবদিয়ু’ পাঠ করে; ওই ব্যক্তির মুখ থেকে এমন কথা বের হবে যা সাওয়াবের কারণ হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব গর্ভধারণকারী স্ত্রীদের স্বামীদেরকে এ ছোট্ট আমলটির মাধ্যমে স্ত্রী ও গর্ভের সন্তানের কল্যাণ কামনার তাওফিক দান করুন। সবাইকে এ আমলের মাধ্যমে সব সময় সাওয়াবের কাজের নিয়োজিত থাকার তাওফিক দান করুন। আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়