শিরোনাম
◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: পে-স্কেলের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, কোন গ্রেডে কত?

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০২:৪২ রাত
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রসব বেদনা সহজ ও নরমাল ডেলিভারির আমল

ওমর শাহ : নারী জাতির অতি কষ্টের একটি মুহূর্ত প্রসব বেদনা ও সন্তান জন্মদান। তাইতো মায়ের জাতিকে আল্লাহ তায়ালা উচ্চা আসনে বসিয়েছেন। বাবার তুলনায় মাকে দিয়েছেন অতি সম্মান। এর কারণ সন্তান জন্মদানে মায়ের ত্যাগ ও কুরবানি। খুব কষ্ট করে একজন মা তার সন্তানকে জন্ম দিয়ে থাকেন। যা পুরুষ জাতির অনুধাবন সহজ নয়। প্রসব বেদনার কষ্ট কমাতে কিছু আমল রয়েছে। যার দ্বারা প্রসব বেদনা সহজ হবে ও নরমাল ডেলিভারি হবে আশা করা যায়।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’ আল্লাহ তাআলার এ গুণবাচক নামগুলোর দৈনন্দিন জীবনে পালনীয় আলাদা আলাদা আমল এবং অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْمُبْدِئُ) ‘আল-মুবদিয়ু’ একটি।
এ পবিত্র নামের আমলের মাধ্যমে গর্ভের সন্তানের হেফাজত এবং
সহজে নিরাপদে নারীদের সন্তান প্রসব হয়।

উচ্চারণ : ‘আল-মুবদিয়ু’
অর্থ : ‘প্রথমবার সৃষ্টিকারী’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْمُبْدِئُ)-এর আমল

ফজিলত
যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর গর্ভ বিনষ্টের আশংকা করে অথবা গর্ভের সন্তান ভূমিষ্ঠের স্বাভাবিক দিন অতিবাহিত হয় তবে সে যেন তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمُبْدِئُ) ‘আল-মুবদিয়ু’ ৯০ বার পড়ে তার স্ত্রীর পেটের চতুর্দিকে শাহাদাত আঙ্গুলি ঘুরায়। আল্লাহর ইচ্ছায় গর্ভের সন্তান হেফাজত থাকবে এবং গর্ভের সন্তান নিরাপদে ভূমিষ্ঠ হবে।

যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمُبْدِئُ) ‘আল-মুবদিয়ু’ পাঠ করে; ওই ব্যক্তির মুখ থেকে এমন কথা বের হবে যা সাওয়াবের কারণ হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব গর্ভধারণকারী স্ত্রীদের স্বামীদেরকে এ ছোট্ট আমলটির মাধ্যমে স্ত্রী ও গর্ভের সন্তানের কল্যাণ কামনার তাওফিক দান করুন। সবাইকে এ আমলের মাধ্যমে সব সময় সাওয়াবের কাজের নিয়োজিত থাকার তাওফিক দান করুন। আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়