শিরোনাম
◈ শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ◈ রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপ  ◈ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঝিনাইদহ-১ আসনের উপ নির্বাচন স্থগিত ◈ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে রাষ্ট্রপতির নির্দেশ ◈ সুন্দরবনে আগুন লাগার কারণ খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈  উপজেলা নির্বাচন বর্জনে রাজধানীতে রিজভীর নেতৃত্বে লিফলেট বিতরণ ◈ যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা, রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের ◈ জনপ্রত্যাশা বিবেচনায় রেখে কাজ করুন: জনপ্রতিনিধিদের প্রতি প্রধানমন্ত্রী  ◈ বর্তমান সরকার জনগণের গোরস্থানের উপর শাসন করতে চান: রিজভী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:১৪ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার লেবাননে ফিরে অবস্থান পরিষ্কার করব: হারিরি

আনিস রহমান: লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি নিশ্চিত করেছেন আসছে বুধবারের মধ্যে তিনি দেশে ফিরবেন ও দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি বলেছেন, পদত্যাগের ঘোষণার পরিপ্রেক্ষিতে সৃষ্ট ধোঁয়াশার বিষয়ে বৈরুতে পৌঁছে অবস্থান পরিষ্কার করবেন।

স্থানীয় সময় শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে হারিরি এই মন্তব্য করেন।

দুই সপ্তাহ আগে সৌদি আরব অবস্থানকালে হঠাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন হারিরি। তার এই আকস্মিক পদত্যাগ নিয়ে রাজনৈতি অস্থিতিশীলতা দেখা দেয়। বিষয়টির একটা সুরাহার জন্য শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করেন তিনি। প্যারিসে তিনি বলেছেন, কয়েকদিনের মধ্যে আমি বৈরুতে ফিরব।

২২ নভেম্বর লেবাননে স্বাধীনতা দিবস উৎদযাপিত হবে। তার আগে শনিবার হারিরির দেশে ফেরার কথা জানিয়ে একটি বিবৃতি দেন লেবাননের প্রেসিডেন্ট মাইকেল অন ও সংসদের স্পিকার নাবিহ বেরি।

অনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার প্যারিসে পৌঁছানোর পর হারিরি প্রেসিডেন্টকে ফোন করেন ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা জানান।

গেল বুধবার অন অভিযোগ করেছিলেন হারিরিকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছে সৌদি। একই মত ইরান সমর্থিত হিজবুল্লাহরও। হিজবুল্লাহ লেবাননেন শাসকগোষ্ঠীর একটি অংশও।

সূত্র: গার্ডিয়ান, রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়